Cadet College admission test 2009 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি ২০০৯ বাংলা প্রশ্ন
পূর্ণমান: ৪০
[১ থেকে ৪০ পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান-১]
১. ‘পুতুলের মিউজিয়াম’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) আতোয়ার রহমান
(খ) সুকুমার রায়
(গ) মহাদেব সাহা
(ঘ) হাবীবুর রহমান
২. তিন ফলের সমাহার = ত্রিফলা এটি কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বন্দ্ব
(খ) দ্বিগু কর্মধারয়
(গ) তৎপুরুষ
(ঘ) কর্মধারয়
৩. ‘সুন্দর তাদের নাম, কবিতার মতো মনোহর।’ এখানে কার নামের কথা বলা হয়েছে?
(ক) মানুষের
(খ) নদীর
(গ) ফুলের
(ঘ) ধানের
৪. ছোটদের জন্য লেখা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলনটির নাম কী?
(ক) কৈশোরক
(গ) সঞ্চয়িতা
(খ) ছিন্নপত্র
(ঘ) সঞ্চিতা
৫. ‘জনৈক বঙ্গ মহিলা’ ছদ্মনামে কোন কবি লিখতেন?
(ক) সুফিয়া কামাল
(খ) সনজীদা খাতুন
(গ) সাহিদা বেগম
(ঘ) কামিনী রায়
৬. ‘গ্রীষ্মকাল’ এর আরেক নাম কী?
(ক) ফুলের মাস
(খ) মধু মাস
(গ) ফলের মাস
(ঘ) কষ্টের মাস
৭. সিকান্দার আবু জাফরের সাংবাদিকতায় হাতেখড়ি হয় কোন পত্রিকায়?
(ক) দৈনিক সমকাল
(খ) দৈনিক ইত্তেফাক
(গ) দৈনিক সংবাদ
(ঘ) দৈনিক নবযুগ
৮. ‘আহ্বান’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
(ক) আহভান
(খ) আবভান্
(গ) আভ্হান্
(ঘ) আওভান্
৯. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
(ক) ঘোষ ধ্বনি
(খ) অঘোষ ধ্বনি
(গ) মহাপ্রাণ ধ্বনি
(ঘ) অল্পপ্রাণ ধ্বনি
১০. ‘একসূত্রে’ গল্পে প্রাঙ্গণে একজন আগন্তুক উপস্থিত হলেন।’-এই আগন্তুক কে?
(ক) ইন্সপেক্টর
(খ) করিম
(গ) ফকির
(ঘ) আরশাদ খাঁ
১১. বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্যারিচাঁদ মিত্র
১২. ‘প্রত্যয়’ শব্দের কোথায় যুক্ত হয়?
(ক) প্রথমে
(খ) মাঝে
(গ) শেষে
(ঘ) প্রথমে ও মাঝে
১৩ . অপরিবর্তনীয় পদকে কোন পদ বলে?
(ক) বিশেষ্য
(গ) ক্রিয়া
(খ) বিশেষণ
(ঘ) অব্যয়
১৪. সুন্দরবনের সবচেয়ে দামি কাঠ কোনটি?
(ক) বাইন
(গ) পশুর
(খ) কেওড়া
(ঘ) গেউয়া
১৫. ‘পুকুরে মাছ আছে’-এখানে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ‘এ’ বিভক্তি
(গ) অপাদানে ‘এ’ বিভক্তি
(খ) কর্তায় ‘এ’ বিভক্তি
(ঘ) করণে ‘এ’ বিভক্তি
১৬. ‘মৃতের মত অবস্থা যার’-তাকে এককথায় কী বলে?
(ক) মুমুর্ষু
(গ) মুমূর্ষু
(ঘ) মুমুর্ষু
১৭. ‘আর্দ্র’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) ভিজা
(গ) মসৃণ
(খ) শুষক
(ঘ) শীতল
১৮. ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবি কোন নদীর বাঁকে ছুটে বেড়াতে চান?
(ক) মেঘনা
(খ) ধলেশ্বরী
(গ) তুরাগ
(ঘ) বুড়িগঙ্গা
১৯. নিচের কোনটি উষ্মধ্বনি?
(ক) ন
(খ) শ
(গ) ঃ
(ঘ) থ
২০. ‘তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি’-কোন ধরনের বাক্য?
(ক) জটিল
(গ) যৌগিক
(খ) গরল
(ঘ) বিস্ময়সূচক
২১. ‘চৌহদ্দি’ কোন প্রকার শব্দ?
(ক) মিশ্র শব্দ
(খ) তৎসম শব্দ
(গ) দেশি শব্দ
(ঘ) বিদেশি শব্দ
২২. নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) সন্যাসি
(খ) সন্নাসী
(গ) সন্যাসী
(ঘ) সন্ন্যাসী
২৩. ‘রেস্তোরাঁ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফারসি
(খ) ফরাসি
(গ) স্প্যানিশ
(ঘ) পর্তুগিজ
২৪. নিচের কোন বানানটি ভুল?
(ক) বিদ্বান
(খ) চতুস্পদ
(গ) পিপীলিকা
(ঘ) দুর্নীতি
২৫. ‘সৃষ্টি’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) শেষ
(খ) পরিণতি
(গ) ধ্বংস
(ঘ) নশ্বর
২৬. ‘মহৎ’ এর নারীবাচক কোনটি?
(ক) মহাতা
(খ) মহতী
(গ) মহিয়সী
(ঘ) মনীষী
২৭. ‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) নৃপতি
(খ) তপন
(গ) শশাঙ্ক
(ঘ) তনয়
২৮. ‘শব্দতত্ত্ব’ এর সমার্থক কোনটি?
(ক) অর্থতত্ত্ব
(গ) ধ্বনিতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(ঘ) রূপতত্ত্ব
২৯. ‘মন্ত্রী’ শব্দের বহুবচনে কোনটি যুক্ত হবে?
(ক) পুঞ্জ
(গ) মালা
(খ) রাশি
(ঘ) বর্গ
৩০. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
(ক) বড় গোঁফ
(খ) অলস
(গ) সাহসী
(ঘ) স্থবির
৩১. কোনটি ভাববাচক বিশেষ্য?
(ক) লবণ
(খ) লন্ডন
(গ) গমন
(ঘ) কৃপণ
৩২. ‘ভাবুক’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ভাব + উক
(খ) ভ + উক
(গ) ভৌ + উক
(ঘ) ভৌ + অক
৩৩. সমষ্টিবাচক বিশেষ্য কোনটি?
(ক) জনতা
(খ) কলম
(গ) মানুষ
(ঘ) পাখি
৩৪. ‘অধঃ’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) উর্ধ্ব
(গ) ঊর্ধ
(খ) উর্ধ
(ঘ) ঊর্ধ্ব
■ শূন্যস্থান পূরণ কর (৩৫ থেকে ৩৯ পর্যন্ত):
৩৫. ‘কুৎসা’ এর বিপরীত শব্দ-।
৩৬. ‘কুলি’ শব্দটির নারীবাচক।
৩৭. ‘বাঘের চামড়া’কে এক কথায় বলে।
৩৮. ‘পরিষ্কার’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ-।
৩৯. ‘আলোয়ান’ শব্দের অর্থ-।
৪০. ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আগের রাতে তোমার যে অনুভূতি তা ৫টি বাক্যে প্রকাশ কর। ৫
৪১. ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ কথাটি পাঁচটি বাক্যে ব্যাখ্যা কর। ৫
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্নের উত্তর মালা : ২০০৯
১. (ঘ) হাবীবুর রহমান।
২. (খ) দ্বিগু কর্মধারয়।
৩. (খ) নদীর।
৪. (ক) কৈশোরক।
৫. (ঘ) কামিনী রায়।
৬. (খ) মধু মাস।
৭. (ঘ) দৈনিক নবযুগ।
৮. (ঘ) আওভান্।
৯. (ক) ঘোষ ধ্বনি।
১০. (ক) ইন্সপেক্টর।
১১. (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২. (গ) শেষে।
১৩. (ঘ) অব্যয়।
১৪. (গ) পশুর।
১৫. (ক) অধিকরণে ‘এ’ বিভক্তি।
১৬. (গ) মুমূর্ষু।
১৭. (খ) শুষ্ক।
১৮. (ক) মেঘনা।
১৯. (খ) শ।
২০. (গ) যৌগিক।.
২১. (ক) মিশ্র শব্দ।
২২. (ঘ) সন্ন্যাসী।
২৩. (খ) ফরাসি।
২৪. (খ) চতুস্পদ।
২৫. (গ) ধ্বংস।
২৬. (খ) মহতী।
২৭. (খ) তপন।
২৮. (ঘ) রূপতত্ত।
২৯. (ঘ) বর্গ।
৩০. (খ) অলস।
৩১. (গ) গমন।
৩২. (গ) ভৌ + উক।
৩৩. (ক) জনতা।
৩৪. (ঘ) ঊর্ধ্ব।
৩৫. প্রশংসা।
৩৬. কামিন।
৩৭. কৃত্তি।
৩৮. পরি + কার।
৩৯. গরম চাদর।
৪০. ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সকল বিষয়ে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার আগের সন্ধ্যা রাত শুরু হতেই আমার বুকের ভেতর ধুঁক ধুঁক শুরু হলো। ধীরে ধীরে রাত বাড়ছে আর আমার ভিতরে ভয় ও টেনশনও বাড়ছে এবং এক পর্যায়ে আমার সর্ব শরীর অসার ও অবশ হয়ে আসছিল। জীবনে অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু এমন বিভীষিকাময় রাত্রি জীবনে আসেনি এবং এমন নার্ভাসও কখনও হইনি। মা-বাবা দুজনেই আমার মানসিক অবস্থা বুঝতে পেরে আমার পাশে বসে আমায় সাহস যোগালেন। সব পড়া রিভিশন করিয়ে আমার মনের সকল ভয় দূর করলেন এবং আমি পুরোদমে প্রস্তুত হলাম।
৪১. মেরুদণ্ড যেমন মানবদেহের অপরিহার্য অঙ্গ তেমনি জাতির অস্তিত্বের প্রশ্নে শিক্ষাও অত্যাবশকীয়। শিক্ষাই মানুষের জীবনধারণ ও উন্নতির প্রধানতম সহায়ক। ব্যক্তি ও জাতীয় জীবনের বিকাশে শিক্ষা এক অপরিহার্য বিষয়। শিক্ষার মাধ্যমে সমাজ তাদের সমগ্র উন্নতি এবং প্রবৃদ্ধি সাধন করছে। শিক্ষা বিবর্জিত মানুষ জাতিকে পিছিয়ে দেয় এবং পরিণত করে দীপ্তিহীন জনগোষ্ঠীতে; তাই কোন জাতিই শিক্ষা ছাড়া তাদের ভাগ্য উন্নয়ন করতে পারেনি।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
