Vasha o Bangla Vasha, Chapter 1, Bangla 2nd Paper, Class 9, Class 10, SSC, Dakhil, 2025, 27
ভাষা ও বাংলা ভাষা: দৃষ্টিহীনদের জন্য তৈরি ভাষা কোনটি, মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
ধ্রুপদি ভাষা কোনটি, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
আপনি যদি উপরের প্রশ্নগুলো খুজে থাকেন এবং জানতে চান এই পরিচ্ছেদ থেকে এ পর্যন্ত কয়টি ও কোন কোন বোর্ড প্রশ্ন এসেছে তাহলে এই লেখাটি আপনার জন্যই!
পরিচ্ছেদ ১
ভাষা ও বাংলা ভাষা
১ম ধাপ: ভাষা
১. গলনালি, মুখবিবর, কন্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম কী তৈরি করে?
=>ধ্বনি।
২. এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়?
=>শব্দ।
৩. শব্দের গুচ্ছ দিয়ে কী গঠিত হয়?
=>বাক্য।
৪. কী দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে?
=>বাক্য।
৫. মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কী বলে?
=>ভাষা ।
৬. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?
=>মনের ভাব প্রকাশ করা।√
৭. একইসাথে মুখে বলার এবং কানে শোনার বিষয় কী?
=>ভাষা।
৮. মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে?
=>লেখার ও ছাপার এবং চোখ দিয়ে পড়ার।√
৯. দৃষ্টি-শক্তিহীনদের জন্য তৈরি ভাষা?
=>ব্রেইল।
১০. কোন ভাষা উঁচুনিচু করে তৈরি এবং হাত দিয়ে অনুভব করতে হয়?
=>ব্রেইল।
১১. বাক্-শক্তিহীনদের বোঝানোর জন্য কী ধরনের ভাষা মানুষ তৈরি করেছে?
=>ইশারা ভাষা।
১২. ভাষার প্রধান রূপ কী?
=>মুখে উচ্চারিত রূপ।
১৩. কী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়?
=>জনগোষ্ঠী ভেদে।
১৪. পৃথিবীতে কত হাজার ভাষা রয়েছে?
=>সাত হাজার।
২য় ধাপ: বাংলা ভাষা
১৫. বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কী?
=>বাংলা ভাষা।
১৬. বাংলা ভাষায় কথা বলে কত মানুষ?
=>ত্রিশ কোটি।
√বাংলাদেশে =>১৬ কোটি
√পশ্চিমবঙ্গে => ১০ কোটি
√ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা => ৩ কোটি
√পৃথিবীর অন্যান্য দেশে =>১ কোটি ।
২১. মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা?
=>৬ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা।

৩য় ধাপ: ভাষা পরিবার
২২. পৃথিবীর ভাষাগুলোকে প্রধানত কয়টি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে?
=>৬টি।
যথা:
১. ইন্দো-ইউরোপীয়,
২. আফ্রিকীয়,
৩. অস্ট্রো-এশীয়
৪. চীনা-তিব্বতীয়,
৫. দ্রাবিড়ীয়,
৬. সেমীয়-হেমীয়।
২৩. নিচের কোনগুলো ভাষা পরিবার?
=>ইন্দো-ইউরোপীয়, আফ্রিকীয়, অস্ট্রো-এশীয়, চীনা-তিব্বতীয়, দ্রাবিড়ীয়, সেমীয়-হেমীয়।√
২৪. ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের কয়েকটি সদস্য ভাষা?
=>ইংরেজি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ)
=>ফরাসি (ফ্রান্স)
=>রুশ (রাশিয়া)
=>জার্মান (জার্মানি)
=>পর্তুগিজ (পর্তুগাল, ব্রাজিল)
=>ফারসি (ইরান)
=>হিস্পানি বা স্প্যানিশ (স্পেন, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে)
=> বাংলা (বাংলাদেশ)
=>হিন্দি (ভারত)
=>উর্দু (পাকিস্তান)
=>নেপালি (নেপাল)
=>সিংহলি (শ্রীলঙ্কা)
২৫. বাংলা ভাষার নিকটতম আত্মীয়?
=>অহমিয়া ও ওড়িয়া।√
২৭. কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
=>সংস্কৃত এবং পালি।√
২৮. ধ্রুপদি ভাষা কোনটি?
=>সংস্কৃত এবং পালি।
২৯. যেভাবে বাংলা ভাষা বিবর্তিত হয়েছে?
=>ইন্দো-ইউরোপীয়->ইন্দো-ইরানীয়->ভারতীয় আর্য->প্রাকৃত-> বাংলা।
৩০. বাংলা ভাষার জন্ম হয়েছে কবে?
=>আনুমানিক এক হাজার বছর আগে।
৩০. কোন প্রাকৃত থকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
=>পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে।√
৩১. বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন?
=>চর্যাপদ।
৩২. বাংলা ভাষার কী ধরনের স্বাতন্ত্র্য রয়েছে?
=>কালগত ও স্থানগত ।
৩৩. কোন শতকের প্রচলিত ভাষার সাথে বর্তমান কালের ভাষা আলাদা?
=>উনিশ শতকের।
৩৪. কী ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায়?
=>ভৌগোলিক এলাকাভেদে।
৩৫. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
=>উপভাষা।√
৪র্থ ধাপ: বাংলা লিপি
৩৬. বাংলা ভাষার নিজস্ব লিপির নাম?
=>বাংলা লিপি।
৩৭. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত?
=>৫০টি। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
৩৮. উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় কবে?
=>প্রায় আড়াই হাজার বছর আগে।
৩৯. ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতকে কী নামে পরিচিতি লাভ করে?
=>কুটিল লিপি।
৪০. ব্রাহ্মী লিপির কোন শাখা দশম শতকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?
=>পূর্ব-ভারতীয় শাখা।
৪১. ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা কোন শতকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?
=>দশম শতকে।
৪২. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
=>কুটিল লিপির।√
৪৩. বাংলা লিপিতে আর কোন কোন ভাষা লেখা হয়?
=>অহমিয়া, বোড়ো ও মণিপুরি।
৪৪. সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময়ে অন্য লিপির পাশাপাশি কোন লিপি ব্যবহৃত হতো?
=>বাংলা লিপি।
৪৫. ভারতের কোন কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
=>পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।

৫ম ধাপ: অনুশীলনী প্রশ্ন
১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
ক. চোখ
খ. কান
গ. নাক
ঘ. জিভ
২. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে-
ক. শ্রবণ-শক্তিহীনরা
খ. দৃষ্টি-শক্তিহীনরা
গ. মানসিক-শক্তিহীনরা
ঘ. শারীরিক-শক্তিহীনরা
৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়-
ক. ১৫ কোটি লোক
খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক
ঘ. ৩০ কোটি লোক
৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৬ষ্ঠ
ঘ. ৭ম
৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়
ঘ. ইন্দো-ইরানীয়
৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত-
ক. সংস্কৃত ও পালি
খ. অহমিয়া ও ওড়িয়া
গ. নেপালি ও সিংহলি
ঘ. হিন্দি ও উর্দু
৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তুম
খ. সংস্কৃত
গ. পূর্ব ভারতীয় প্রাকৃত
ঘ. দ্রাবিড়ীয়
৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
ক. মহাভারতে
খ. চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে
ঘ. মঙ্গলকাব্যে
৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী
খ. মণিপুরি
গ. বাংলা
ঘ. কুটিল
১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা
খ. ওড়িশা
গ. ত্রিপুরা
ঘ. হরিয়ানা
উত্তরমালা উপরের ২ নম্বর ছবি থেকে দেখে নাও।
বোর্ড প্রশ্ন, ভাষা ও বাংলা ভাষা, ১ম পরিচ্ছেদ
চলো, এবার দেখে নেই এই পরিচ্ছেদ থেকে এ পর্যন্ত কোন কোন বোর্ড থেকে প্রশ্ন এসেছে।
১. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি— (চ.বো. ২৪)
ক. শব্দের অর্থ প্রকাশ করা
খ. ভাষাকে শ্রুতিমধুর করা
গ. মনের ভাব প্রকাশ করা
ঘ. শব্দের অর্থবৈচিত্র্য সৃষ্টি করা
২. মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? (ঢা. বো. ২৪)
ক. লেখার ও শোনার
খ. লেখার ও দেখার
গ. লেখার ও ছাপার
ঘ. ছাপা ও বলার
৩. নিচের কোনটি ভাষা পরিবার নয়? (য. বো. ২৪)
ক. আফ্রিকীয়
খ. দ্রাবিড়ীয়
গ. এশীয়
ঘ. সেমীয়-হেমীয়
৪. বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি? (চ. বো. ২৪)
ক. সংস্কৃত ও পালি
খ. সংস্কৃত ও অহমিয়া
গ. ওড়িয়া ও পালি
ঘ. অহমিয়া ও ওড়িয়া
৫. বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? (রা. বো. ২৪)
ক. সংস্কৃত
খ. অহমিয়া
গ. ওড়িয়া
ঘ. মৈথিলি
৬. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? (সি. বো. ২৪)
ক. দ্রাবিড়ীয়
খ. পূর্ব ভারতীয় প্রাকৃত
গ. সংস্কৃত
ঘ. কেন্তুম
৭. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়? (দি. বোর্ড ২০২৪)
ক. প্রাকৃত ভাষা
খ. আর্যভাষা
গ. উপভাষা
ঘ. দ্রুপদি ভাষা
৮. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? (ম. বো. ২৪, কু. বো. ২৪)
ক. সংস্কৃত লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. আর্য লিপি
ঘ. কুটিল লিপি
উল্লেখ্য, সর্বমোট বোর্ড রয়েছে ১০টি। মাধ্যমিক বোর্ড ৯টি, আর মাদ্রাসা বোর্ড ১টি। এই পরিচ্ছেদ থেকে ৮টি বোর্ড থেকে প্রশ্ন এসেছে, বরিশাল ও মাদ্রাসা বোর্ড থেকে ২০২৪ সালে কোন প্রশ্ন আসেনি। ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এই পরিচ্ছেদটি ছিল না। ২০২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাসেও এটি নেই। ২০২৫ ও ২০২৭ সালের সিলেবাসে আছে।
উত্তরমালা:
১. গ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ঘ,
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের (১-৪৩ পরিচ্ছেদ)