এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (ঢাকা বোর্ড)

SSC 2025 Dhaka Board bangla 2nd paper question & solution

এসএসসি ২০২৫ ঢাকা বোর্ড বাংলা ২য় পত্র প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।

ঢাকা বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
সময় : ৩০ মিনিট পূর্ণমান ৩০

[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী।]

সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০

বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১। কর্তাবাচ্যের উদাহরণ কোনটি?

(ক) আমার যাওয়া হলো না।

(খ) এবার বাঁশিটি বাজানো হোক।

(গ) চিঠিটা পড়া হয়েছে।

(ঘ) শরতে শিউলি ফোটে।√

২। সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন যতিচিহ্ন বসে?

(ক) কোলন

(খ) সেমিকোলন

(গ) ড্যাশ√

(ঘ) কমা

৩। ‘কাছাটিলা’ বাগধারাটির অর্থ কোনটি?

(ক) অসাবধান√

(খ) নির্বোধ

(গ) কাণ্ডজ্ঞানহীন

(ঘ) অলস

৪। ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) উরগ

(খ) দ্বিপ√

(গ) তুরগ

(ঘ) কর

৫। ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) পালক

(খ) ঘাতক

(গ) বলবান

(ঘ) মহাজন√

৬। ‘ঘোষ ব্যঞ্জন’ ধ্বনি কোনগুলো?

ক) গ, ঘ√

খ) ক, খ

গ) প, ফ

ঘ) ট, ঠ

৭। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?

(ক) কুলটা

(খ) গবাক্ষ

(গ) একাদশ√

(ঘ) বনৌষধি

৮। ‘হাতাহাতি’ কোন সমাস?

(ক) দ্বন্দ্ব

(খ) কর্মধারয়

(গ) তৎপুরুষ

(ঘ) বহুব্রীহি√

৯। ‘ভাব’ অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে?

(ক) জমিদারি

(খ) বাহাদুরি√

(গ) ডাক্তারি

(ঘ) জেঠামি

১০। ‘অপসংস্কৃতি’ শব্দের ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

(ক) মন্দ

(খ) বিকৃত√

(গ) বাজে

(ঘ) নিন্দনীয়

১১। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কী বলে?

(ক) বিভক্তি

(খ) বচন

(গ) নির্দেশক

(ঘ) বলক√

১২। ‘ধ্বনাত্মক দ্বিত্বের’ উদাহরণ কোনটি?

(ক) ঝমঝম√

(খ) ঝিলমিল

(গ) শেষ-মেষ

(ঘ) চুপচাপ

১৩। ‘নিত্য নারীবাচক’ শব্দ কোনটি?

(ক) ধোপানি

(খ) শ্রীমতী

(গ) বিধবা√

(ঘ) যোগিনী

১৪। ‘চশমা’ কোন ভাষার শব্দ?

(ক) আরবি

(খ) ফারসি√

(গ) পর্তুগিজ

(ঘ) তুর্কি

১৫। ‘যে-সে’ কোন ধরনের সর্বনাম?

(ক) সাপেক্ষ√

(খ) পারস্পরিক

(গ) নির্দেশক

(ঘ) আত্মবাচক

১৬। ‘ঠাণ্ডা’ পানি’ -এখানে ‘ঠাণ্ডা’ কোন বিশেষণ?

(ক) উপাদানবাচক

(খ) অবস্থাবাচক

(গ) নির্দিষ্টতাবাচক

(ঘ) গুণবাচক√

১৭। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

(ক) হেসে ওঠা√

(খ) লজ্জা পাওয়া

(গ) গান করা

(ঘ) সাঁতার কাটা

১৮। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে কী বলে?

(ক) লগ্নক

(খ) বলক

(গ) পূরক

(ঘ) যোজক√

১৯। যাকগে, ওসব কথা থাক। বাক্যে ‘যাকগে’ কোন আবেগ?

(ক) বিরক্তি

(খ) সিদ্ধান্ত

(গ) করুণা

(ক) অলংকার√

২০। যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে কোন বিভক্তি হয়?

(ক) -এর√

(খ) -য়ের

(গ) -তে

(ঘ) -র

২১। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কীসের পরিবর্তন হয় না?

(ক) ভাবের

(খ) কালের√

(গ) অর্থের

(ঘ) রূপের

২২। বাংলা ভাষায় মৌলিক স্বরধধ্বনি কয়টি?

(ক) ৭টি√

(খ) ১১টি

(গ) ৩০টি

(ঘ) ৩৭টি

২৩। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি?

(ক) সংস্কৃত

(খ) পালি

(গ) অহমিয়া√

(ঘ) ফারসি

২৪। চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় কোন শতকে?

(ক) আঠারো

(খ) উনিশ

(গ) বিশ

(ঘ) একুশ√

উল্লেখ্য, ২৩/২৪ সালের বোর্ড বই অনুযায়ী ‘ঘ’ সঠিক, কিন্তু ২৫ সালের বই অনুযায়ী ‘গ’ সঠিক।

২৫। বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

(ক) ওষ্ঠ

(খ) তালু

(গ) জিভ√

(ঘ) দন্ত

২৬। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?

(ক) ২টি

(খ) ৪টি√

(গ) ৬টি

(ঘ) ৮টি

২৭। ‘সকলের মঙ্গল হোক’- বাক্যটি কোন কালের উদাহরণ?

(ক) অনুজ্ঞা বর্তমান√

(খ) অনুজ্ঞা ভবিষ্যৎ

(গ) সাধারণ ভবিষ্যৎ

(ঘ) সাধারণ বর্তমান

২৮। ‘সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে’ বাক্যে ‘খেয়ে আর ঘুমিয়ে’ কোন বর্গ?

(ক) ক্রিয়াবর্গ

(খ) ক্রিয়াবিশেষণ বর্গ√

(গ) বিশেষ্যবর্গ

(ঘ) বিশেষণবর্গ

২৯। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?

(ক) বলক

(খ) লগ্নক

(গ) পুরক√

(ঘ) প্রসারক

৩০। ‘জমি থেকে ফসল পাই।’ বাক্যে ‘জমি থেকে’ কোন কারক?

(ক) কর্ম

(খ) করণ

(গ) অপাদান√

(ঘ) অধিকরণ

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

7 thoughts on “এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (ঢাকা বোর্ড)”

error: Content is protected !!
Scroll to Top