এসএসসি ২০২৫ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)

SSC 2025 Comilla Board Bangla 2nd Paper Question & Solution

এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ড বাংলা ২য় পত্র বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি অংশের নির্ভুল টেক্সট সমাধান।

এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

বহুনির্বাচনি অভীক্ষা
বাংলা দ্বিতীয় পত্র
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]

সময়-৩০ মিনিট পূর্ণমান-৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১]

১। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?

(ক) পর্তুগিজ

(খ) ইংরেজি

(গ) ফারসি

(ঘ) ফরাসি√

২। ‘অপরাজেয় বাংলা’ কোন পদের উদাহরণ?

(ক) গুণ-বিশেষ্য

(খ) জাতি-বিশেষ্য

(গ) সৃষ্টিনাম-বিশেষ্য√

(ঘ) কালনাম-বিশেষ্য

৩। গতকাল একজন বিদেশ গেল। এ বাক্যে ‘একজন’ শব্দটি কোন সর্বনাম?

(ক) নির্দেশক

(খ) সাপেক্ষ

(গ) প্রশ্নবাচক

(ঘ) অনির্দিষ্ট√

৪। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই√

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

৫। কোন ধরনের যোজক একে অন্যের পূরক হয়ে বাক্যের ব্যবহৃত হয়?

(ক) বিকল্প যোজক

(খ) কারণ যোজক

(গ) সাপেক্ষ যোজক√

(ঘ) বিরোধ যোজক

৬। ‘বেশ, তবে সেটাই হোক’ বাক্যটি কোন আবেগের উদাহরণ?

(ক) প্রশংসা আবেগ

(খ) বিস্ময় আবেগ

(গ) সিদ্ধান্ত আবেগ√

(ঘ) আতঙ্ক আবেগ

৭। রাখাল গরুকে ঘাস খাওয়ায় -এখানে ‘খাওয়ায়’ কোন ক্রিয়া?

(ক) প্রযোজক√

(খ) সংযোগ

(গ) যৌগিক

(ঘ) নাম

৮। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়-

(ক) কমা√

(খ) দাঁড়ি

(গ) সেমিকোলন

(ঘ) কোলন

৯। কোন লগ্নকগুলো উন্নত প্রাণিবাচক বা মানী পক্ষের বহুবচনে ব্যবহৃত হয়?

(ক) গণ, বৃন্দ, সব, সকল

(খ) গণ, বৃন্দ, বর্গ, মণ্ডলী√

(গ) গণ, বৃন্দ, সমূহ, সব

(ঘ) গণ, মণ্ডলী, কুল, সকল

১০। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত। বাক্যের ‘কুড়াত’ ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?

(ক) পুরাঘটিত অতীত

(খ) পুরাঘটিত বর্তমান

(গ) সাধারণ অতীত

(ঘ) নিত্য অতীত√

১১। ‘আমি ব্যাকরণে খুব কাঁচা’- কোনটি অধিকরণ কারক?

(ক) আমি

(খ) ব্যাকরণে√

(গ) খুব

(ঘ) কাঁচা

১২। বাচ্য বলতে বোঝায়-

(ক) বাক্যের অর্থ

(খ) বাক্যের ভাব

(গ) বাক্যের প্রকাশভঙ্গি√

(ঘ) বাক্যের প্রয়োগ

১৩। ‘উড়নণ্ডি’ বাগধারার অর্থ-

(ক) বোকা

(খ) অপদার্থ

(গ) অস্থির

(ঘ) বেহিসেবি√

১৪। সূর্যের সমার্থক শব্দ কোনটি?

(ক) অম্বর

(খ) অংশু

(গ) মার্তণ্ড√

(ঘ) সুধাকর

১৫। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?

(ক) ব্রাহ্মী লিপি

(খ) কুটিল লিপি√

(গ) জটিল লিপি

(ঘ) সংস্কৃত লিপি

১৬। ‘কারক বিশ্লেষণ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

(ক) শব্দতত্ত্বে

(খ) অর্থতত্ত্বে

(গ) বাক্যতত্ত্বে√

(ঘ) ধ্বনিতত্ত্বে

১৭। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?

(ক) বরেন্দ্রি

(খ) রাঢ়ি

(গ) কামরূপি√

(ঘ) পূর্বি

১৮। কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?

(ক) ওষ্ঠ্য ধ্বনি

(খ) দন্ত্য ব্যঞ্জন ধ্বনি

(গ) তালব্য ব্যঞ্জন ধ্বনি

(ঘ) কণ্ঠ্য ধ্বনি√

১৯। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কী নাণ?

(ক) কারবর্ণ

(খ) অনুবর্ণ√

(গ) ফলা

(ঘ) রেফ

২০। কোনগুলো নিম্ন-মধ্য স্বরধ্বনি?

(ক) [অ্যা], [অ]√

(খ) [অ্যা], [আ]

(গ) [অ্যা], [ও]

(ঘ) [ও], [উ]

২১। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?

(ক) ‘র’

(খ) ‘ড়’√

(গ) ‘শ’

(ঘ) ‘ণ’

২২। ‘হরিণ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

(ক) হরিন্

(খ) হোরিন্√

(গ) হরিণ

(ঘ) হরীণ

২৩। “নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে।” -এ বাক্যে অলগ্নক পদ কোনটি?

(ক) নীল

(খ) নৌকার

(গ) ছইয়ে

(ঘ) মাছরাঙাটি

২৪। নিচের কোন শব্দে পালটা অর্থে ‘প্রতি’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে?

(ক) প্রতিদিন

(খ) প্রতিহিংসা√

(গ) প্রতিযোগিতা

(ঘ) প্রতিবিম্ব

২৫। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?

(ক) ক্রিয়া শব্দ

(খ) তদ্ধিত শব্দ

(গ) কৃদন্ত শব্দ√

(ঘ) তদ্ধিতান্ত শব্দ

২৬। ‘রাজপথ’ কোন সমাসের উদাহরণ?

(ক) দ্বন্দ্ব

(খ) বহুব্রীহি

(গ) কর্মধারয়

(ঘ) তৎপুরুষ√

২৭। ‘এ + অন্যস্বর = অয় + স্বর’ -এ সূত্রে সাধিত সন্ধির উদাহরণ কোনটি?

(ক) উত্তরাধিকার

(খ) শয়ন√

(গ) অতীন্দ্রিয়

(ঘ) নাবিক

২৮। ‘ঘর-টর’ শব্দটি কোন প্রকার শব্দদ্বিত্ব?

(ক) অনুকার দ্বিত্ব√

(খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব

(গ) পদদ্বিত্ব

(ঘ) পুনরাবৃত্ত দ্বিত্ব

২৯। কোনটি নিত্য নরবাচক শব্দ?

(ক) ছেলে

(খ) নেতা

(গ) জেলে

(ঘ) কৃতদার√

৩০। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

(ক) দুই√

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালে চালুকৃত নতুন বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top