ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা  ২০১৯ বাংলা প্রশ্ন

Cadet College admission 2019 Bangla question

ক্যাডেট কলেজ ভর্তি ২০১৯ বাংলা প্রশ্ন

পূর্ণমান: ৬০

১. উদ্ধৃতির বাক্যগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: ১×৮=৮

(ক) ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গাঁনের ‘এ কথাটির মর্মার্থের সাথে তোমার ‘চারুপাঠ’ বইয়ের কোন গদ্যের মিল আছে?

(খ) ‘গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।’ -এ কবিতাংশের সাথে তোমার পাঠ্য কোন কবিতার ভাবার্থে মিল আছে?

(গ) ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা।’ -এ পঙ্ক্তির সাথে তোমার পঠিত কোন গদ্যের মিল আছে?

(ঘ) সুস্মিত বিকেলে বন্ধুদের সাথে খেলতে যেতে চাইলে মা বাধা দিল। তখন সুস্মিত বলল, “এতক্ষণ আমি অঙ্ক করেছি।” উদ্ধৃতির অন্তর্ভুক্ত বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ?

(ঙ) মনে কর, তোমার বন্ধুরা দেশের বিভিন্ন অঞ্চলের নিজ নিজ উপভাষা ব্যবহার করে। সেজন্য সবাই বুঝতে পারে এমন একটি উপভাষাকে আদর্শ ধরে কথোপকথন চর্চা শুরু করেছো। এ ভাষারূপকে কোন ভাষা বলা হয়?

(চ) ‘ফাগুন মাসে তাদেরই মনে পড়ে।’ কবিতার এ চরণে ‘তাদের’ বলতে ‘অমর একুশে’ প্রবন্ধের কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

(ছ) তুমি যদি ‘প্’ এবং ‘ফ্’ ধ্বনি পরপর উচ্চারণ করো তাহলে বুঝবে যে, ‘ফ্’ ধ্বনি উচ্চারণকালে মুখ দিয়ে বেশি বাতাস বের হচ্ছে। আর নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ছে। সে অনুযায়ী ‘ফ্’ কোন ধ্বনি?

(জ) তোমার পাঠ্য ‘মিনু’ গল্পের মিনু’র মতো যারা কথা বলতে ও শুনতে পায় না, তারা হাতের আঙুল ব্যবহার করে, কখনো বুকে বা মাথায় হাত দিয়ে তাদের ভাব প্রকাশ করে। এ ভাষারূপ কী ভাষা হিসেবে পরিচিত?

২. সংক্ষেপে উত্তর দাও:৷ ২×৪=৮

(ক) ‘মিনু’ গল্পে ‘পেটভাতায়’ বলতে কী বুঝানো হয়েছে?

(খ) ‘আকাশ’ প্রবন্ধের ‘কালো চাঁদোয়ার গা’ কথাটি বুঝিয়ে লেখ।

(গ) ‘আসমানি’ কবিতায় ‘ভেন্না পাতার ছানি’ বলতে কী বুঝানো হয়েছে তা ব্যাখ্যা কর।

(ঘ) ‘সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে।’ ‘তোলপাড়’ গল্পের এই ‘খাবি খাচ্ছে’ কথাটি ব্যাখ্যা কর।

৩. ‘ক্যাডেট কলেজে ভর্তির জন্য রাফিদ প্রয়োজনিয় কাগজপত্রসহ পরিপাঠি পোষাক পড়ে মুখিক পরিক্ষায় অংশগ্রহন করতে ইচ্ছুক।’-এ বাক্যে যে ৭টি শব্দে ভুল আছে তা সঠিক বাননে লেখ। ১×৭=৭

৪. কোন গদ্য/কবিতার সাথে ডানপাশের উক্ত পাঠের উদ্দেশ্যের মিল আছে তা লেখ: ১×৭=৭

সাহিত্যের বৈশিষ্ট্য

৫. প্রতিটি প্রশ্নের তিনটি করে উত্তর আছে যার দুইটি সঠিক এবং একটি ভুল। ভুল উত্তরটি বাছাই করে লেখ। ১×৭=৭

(ক) বিশ্বের অনেক ভাষারই লিখন ব্যবস্থা হলো বর্ণভিত্তিক। বর্ণভিত্তিক ভাষা হলো-

কোরীয় / তামিল / রুশ

(খ) আমরা আমাদের মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই আমাদের-

মাতৃভাষা / প্রথমভাষা / দ্বিতীয় ভাষা

(গ) কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে যে স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়, তা হলো-

মৌখিক / অনুনাসিক / প্রতিবেষ্টিত

(ঘ) তৎসম শব্দের বানানে ‘ণ’ ও ‘ন’ এর নিয়মের শুদ্ধতা রক্ষা করতে হয়। ‘ণ’ যুক্তবর্ণ হলো-

হ্ণ/ ঞ্জ/ ষ্ণ

(ঙ) সৃষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে যে বর্ণগুলো তাদেরকে অন্তঃস্থ বর্ণ বলে। অন্তঃস্থ বর্ণ হলো-

ব/ য়/ ঢ়

(চ) শব্দে একই ব্যঞ্জন পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। দ্বিত্ব ব্যঞ্জন ব্যবহৃত শব্দ হলো-
উজ্জ্বল / বিপন্ন / সম্মান

(ছ) যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে। ‘চোখ’ শব্দের সমার্থক শব্দ হলো-
নেত্র/ লোচন / নাসা

৬. সংক্ষেপে সঠিক উত্তর লেখ: ১×৮=৮

(ক) ‘আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন’-এখানে ‘তোমার’ বলতে ‘সততার পুরস্কার’ গল্পে কাকে বুঝানো হয়েছে?

(খ) পকেট থেকে কী খুলে পাখির কাছে, ফুলের কাছে কবি মনের কথা বলতে চেয়েছেন?

(গ) ‘আকাশ’ প্রবন্ধের বর্ণনা অনুযায়ী পৃথিবীর উপর দেড়শ দুশ মাইল বা তারো অনেক বেশি উপর দিয়ে অসংখ্য কী ঘুরছে?

(ঘ) মাদার তেরেসা সুইডেনের নোবেল কমিটির কী বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন?

(ঙ) ‘কতদিকে কত কারিগর’ রচনার গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটি আসলে কার আঁকা?

(চ) ‘বাঁচতে দাও’ কবিতায় বালক কিসের পিছে ছোটে?

(ছ) ‘মুজিব’ কবিতায় ‘মুজিব আয় ঘরে ফিরে আয়!’ বলে কে ডাকবে বলা হয়েছে?

(জ) মিনুর জগৎ, চোখের জগৎ, সে দৃষ্টির ভিতর দিয়েই কী গ্রহণ করেছে?

৭. অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

নাফি গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে যায়। একদিন সে পাশের গ্রামের মেলায় গিয়ে হরেক রকম মুড়ি-মুড়কির দোকান, তেলেভাজার দোকান, নাগরদোলা প্রভৃতি দেখে খুব আনন্দ পেল। সেটা ছিল বৈশাখের প্রথম দিন। ব্যবসায়ীরা তাদের দোকানগুলোকে রঙিন কাগজ দিয়ে নতুন করে সাজিয়েছে। পুরনো খরিদ্দারকে বেশ আগ্রহ সহকারে মিষ্টিমুখ করাচ্ছে। মেলার এক কোণে ছোট-বড় সবাই ভীড় জমিয়েছে লাঠিখেলা দেখার জন্য। হঠাৎ নাফির কানে ভেসে আসে সাপুড়ের বাঁশির সুর।

(ক) মেলাটি কী উপলক্ষে বসেছিল?  ১

(খ) ব্যবসায়ীরা পুরনো খরিদ্দারকে কেন মিষ্টিমুখ করাচ্ছে তা বুঝিয়ে বল।       ৩

(গ) ‘এ দিনের উৎসব বাঙালি সংস্কৃতির চেতনার সাথে মিশে আছে।’-এ প্রসঙ্গে তোমার অভিমত দাও।   ৪

৮. ‘অমর একুশে ও আমার ভাবনা’ শিরোনামে অনূর্ধ্ব ১০টি বাক্যে একটি অনুচ্ছেদ লেখ।   ৭

ক্যাডেট কলেজ ভর্তি ২০১৯ বাংলা প্রশ্নের উত্তর মালা

১.

(ক) তোলপাড়।

(খ) মানুষ জাতি।

(গ) অমর একুশে।

(ঘ) পুরাঘটিত বর্তমান।

(ঙ) প্রমিত ভাষা।

(চ) ভাষা শহিদ।

(ছ) অঘোষ ধ্বনি।

(জ) সংকেত বা ইশারা ভাষা।

২.

(ক) পেটে ভাতে

(খ) রাতের আকাশ

(গ) ভেন্না গাছের পাতা দ্বারা ছাউনি

(ঘ) বিপদে পড়ে অত্যন্ত নিরুপায় বোধ করা

৩. প্রয়োজনীয়, পরিপাটি, পোশাক, পরে, মৌখিক, পরীক্ষা, অংশগ্রহণ।

৪.

(ক) অপর দেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া।

(খ) বিজ্ঞান চেতনায় জাগ্রত করা।

(গ) দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করা।

(ঘ) প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি।

(ঙ) গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা।

(চ) সততার পুরস্কার নৈতিক মূল্যবোধের পরিচয় দেওয়া। ৮

৫.

(ছ) দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

(ক) কোরীয়।

(খ) দ্বিতীয় ভাষা।

(গ) প্রতিবেষ্টিত।

(ঘ) ষ্ণ।

(ঙ) ঢ়।

(চ) উজ্জ্বল।

(ছ) নাসা।

৬.

(ক) অন্ধ ব্যক্তি।

(খ) পদ্য লেখার ভাঁজ।

(গ) মহাকাশযান।

(ঘ) ভোজসভা।

(ঙ) জয়নুল আবেদিন।

(চ) রঙিন কাটা ঘুড়ির পিছে।

(ছ) স্বাধীন বাংলা।

(জ ) সৃষ্টিকে গ্রহণ করেছে।

৭.

(ক) মেলাটি ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে বসেছিল।
(খ) বাংলা নববর্ষে মানুষ পুরনো বছরের দুঃখ-গ্লানি, হর্ষ- বিষাদ, দেনা-পাওনা সবকিছু মিটিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। দেনা-পাওনা মিটানোর উদ্দেশ্যে নববর্ষে ‘হালখাতা’ নামক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা তাদের দোকানগুলোকে রঙিন কাগজ দিয়ে নতুন করে সাজায়। কার্ড দিয়ে কোনো একটা নির্দিষ্ট দিন ঠিক করে তারা তাদের খরিদ্দারদের আমন্ত্রণ জানায়। খরিদ্দাররা নির্ধারিত দিনে অনুষ্ঠানে গিয়ে পাওনা পরিশোধ করে মিষ্টিমুখ করে। ব্যবসায়ীরা এই উদ্দেশ্যেই খরিদ্দারদের মিষ্টিমুখ করায়। এর ফলে পারস্পরিক সম্প্রীতিও গড়ে উঠে।

(গ) উৎসব শব্দটির মধ্যেই কেমন যেন একটা আনন্দ আর তৃপ্তি লুকিয়ে থাকে। প্রতিদিন আমরা মূলত বাঁচি নিজের জন্য। কিন্তু উৎসবের সময়ে আমরা বাঁচি সকলের হয়ে, সকলের মধ্যে। কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রাচীনকাল থেকেই বাংলায় নানা ধরনের উৎসব পালিত হয়ে আসছে। ‘নববর্ষ’ তাদের মধ্যে অন্যতম।

নববর্ষকে এপার এবং ওপার দুই বাংলাতেই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। বাংলাদেশে নববর্ষের ঐতিহ্য হিসেবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। নববর্ষ বাংলাদেশের জাতীয় উৎসব। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এই উৎসব সকল বাঙালি পালন করে থাকে প্রবল উৎসাহ-উদ্দীপনায়। বাঙালির জাতিসত্তা বিনির্মাণে এবং স্বাধীনতা অর্জনে রয়েছে নববর্ষের ভূমিকা। বাংলা নববর্ষ শুধু বর্ষসূচনার দিন নয়। বাংলা নববর্ষ আমাদের গৌরব, আমাদের ইতিহাস-ঐতিহ্য। নববর্ষ উৎসব বাঙালি সংস্কৃতির চেতনার সাথে মিশে আছে।

৮. অমর একুশে ও আমার ভাবনা

বাঙালি জাতির ইতিহাসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি একটি অমর ও অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের ২১শে জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা করেছিলেন যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ফলে ছাত্রসমাজ প্রতিবাদে ফেটে পড়ে এবং ৩০শে জানুয়ারি ঢাকায় ছাত্র- ধর্মঘট পালিত হয়। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে সারাদেশে আন্দোলন শুরু হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। সে মিছিলে পুলিশ গুলি চালায়। শহিদ হন- সালাম, বরকত, শফিক, জব্বারসহ আরও অনেকে। তাদের জীবনের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এ কারণে ২১শে ফেব্রুয়ারি প্রতি বছর আমাদের দেশসহ পৃথিবীর প্রায় ১৯৩টি রাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য জীবনদানকারী এসব বীর শহিদদের আমরা কখনোই ভুলব না। এ ভাষাশহিদরা আমাদের গর্ব, আমাদের অহংকার। যতদিন বাংলাদেশ ও বাঙালি জাতি বেঁচে থাকবে, ততদিন বাংলার ইতিহাসে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৪)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

3 thoughts on “ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা  ২০১৯ বাংলা প্রশ্ন”

error: Content is protected !!
Scroll to Top