ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০০৮ বাংলা প্রশ্ন

Cadet College admission 2008 Bangla question

ক্যাডেট কলেজ ভর্তি ২০০৮ বাংলা প্রশ্ন

পূর্ণমান-৪০

∎ সঠিক উত্তরে টিক (✔) চিহ্ন দাও:

১. ‘শেষের কবিতা’ কোন জাতীয় গ্রন্থ?

(ক) কবিতা

(খ) উপন্যাস

(গ) নাটক

(ঘ) ভ্রমণ কাহিনী

২. শান্তি নিকেতনের সাথে কার নাম জড়িত?

(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(খ) উপেন্দ্র কিশোর রায়

(গ) দ্বিজেন্দ্রলাল রায়

(ঘ) সৈয়দ মুজতবা আলী

৩. সুন্দরবনের কোন ফুলে প্রচুর মধু পাওয়া যায়?

(ক) ধুন্দল

(খ) বাইন

(গ) খলসি

(ঘ) কেওড়া

৪. বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে কোন শব্দে?

(ক) অপভ্রংশ

(খ) অঘারাম

(গ) কমজোর

(ঘ) সুনিপুণ

৫. প্রাচীন সমতট বর্তমান বাংলাদেশের কোন অঞ্চল?

(ক) কুমিল্লা-নোয়াখালী

(খ) বগুড়া-রংপুর

(গ) রাজশাহী-মালদা

(ঘ) ময়মনসিংহ-সিলেট

৬. পশুপাখি সংরক্ষণের আবশ্যকতা কেন?

(ক) জীবে দয়া মহৎকর্ম বলে

(খ) পশুপাখি অবোধ বলে

(গ) পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে বলে

(ঘ) পশুপাখি কাজে লাগে বলে

৭. ‘সাগর প্রান্তর পাহাড়ের প্রকৃতি মিলে অনন্য এক জাতি ও দেশ’। কোন দেশ?

(ক) আরাকান

(খ) বাংলাদেশ

(গ) মিশর

(ঘ) বুলগেরিয়া

৮. সমুদ্রের গভীরতায় উজ্জ্বল আলো তৈরিকারী মাছের অন্যতম বৈশিষ্ট্য কী?

(ক) ঠান্ডা

(খ) নীল

(গ) মাছের ক্রীড়া করে

(ঘ) টর্চলাইটের মতো আলো

৯. কোন সত্রীবাচক শব্দের সাথে পুনরায় স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহার করা হয়েছে?

(ক) মালিনী

(খ) ঠাকুরণ

(গ) মালিকা

(ঘ) অভাগিনী

১০. বিজ্ঞান, ফটোগ্রাফি ও মুদ্রণ প্রকৌশলে উচ্চ শিক্ষা ২৪ নিয়েছিলেন কোন সাহিত্যিক?

(ক) আব্দুল্লাহ-আল মুতী
(খ) আব্দুল জলীল
(গ) মহাদেব সাহা
(ঘ) সুকুমার রায়

১১. লেখকের শোনামতে ভূতের চোখ কেমন হয়?

(ক) আগুনের ভাটার মতো
(খ) সূর্যের তাপের মতো
(গ) বীভৎস
(ঘ) সবুজ রংয়ের

১২. বাংলার ‘রোসাঙ্গ’ বলে পরিচিত আরাকানের প্রাচীন রাজধানীর আরাকানী নাম কী?

(ক) রোহাং

(খ) ম্রোহং

(ঘ) রোইং

(গ) রোয়াং

১৩. কোন বাঙালি বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন?

(ক) রাজা রামমোহন রায়

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

(ঘ) সুকুমার সেন

১৪. সারাংশ সাধারণত মূল অনুচ্ছেদের কত অংশ?

(ক) এক-দ্বিতীয়াংশ
(খ) এক-পঞ্চমাংশ
(গ) এক-চতুর্থাংশ
(ঘ) এক-তৃতীয়াংশ

১৫. ‘পানি’ অর্থ জল হলে ‘পাণি’ অর্থ কী?

(ক) সরবত
(খ) পেয়েছি
(গ) হাত
(ঘ) পাইনাই

১৬. ক্রিয়াপদের পরিবর্তন হয় কোন ক্ষেত্রে?

(ক) পুরুষ ও কাল ভেদে

(খ) কাল ও বচন ভেদে

(গ) বচন ও লিঙ্গ ভেদে

(ঘ) লিঙ্গ ও পুরুষ ভেদে

১৭. নিচের কোনটি মিশ্র শব্দ?

(ক) নিমন্ত্রণ
(খ) গেরস্থ
(গ) হেড-পণ্ডিত
(ঘ) পাদটীকা

১৮. ধাতুর সাথে কোন বিভক্তি যুক্ত হয়?

(ক) নাম বিভক্তি
(খ) সপ্তমী বিভক্তি
(গ) ক্রিয়া বিভক্তি
(ঘ) কারক বিভক্তি



১৯. নিচের কোন বাক্যটিতে একবচনই বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে?

(ক) ফুলগুলো সাদা

(খ) বনে বাঘ আছে

(গ) মহাজন মালগুলো কিনে নিলেন

(ঘ) রাজা মনের দুঃখে রাজ্য ছাড়লেন

২০. সমাস ব্যাকরণের কোন অধ্যায়ের আলোচনার বিষয়?

(ক) ধ্বনিতত্ত্ব
(খ) অর্থতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব
(ঘ) শব্দতত্ত্ব

২১. ‘সাপের খোলস’-কে এককথায় কী বলে?

(ক) নির্মোক

(গ) উরগ

(খ) প্লাবক

(ঘ) আচ্ছাদন

২২. তারিখ নির্দেশক সংখ্যাবাচক শব্দ কতটি?

(ক) ১০টি

(গ) ১০০টি

(খ) ৩১টি

(ঘ) অসংখ্য

২৩. কোন ভাষার অনুসৃতি কষ্টকর এবং তা ব্যাকরণের নিয়ম মানে না?

(ক). সাধু ভাষা

(খ) লেখ্য ভাষা

(গ) চলিত ভাষা

(ঘ) সংস্কৃত ভাষা

২৪. ‘সুন্দর সবসময় মানুষকে আকৃষ্ট করে।’-এ বাক্যে ‘সুন্দর’ কোন পদ?

(ক) যোজক

(গ) বিশেষণ পদ

(খ) চমৎকার পদ

(ঘ) বিশেষ্য পদ

২৫. নিচের কোন দুটো বর্ণকে শব্দের শুরুতে ব্যবহার করা যায় না?

(ক) ম, ফ
(খ) ঢ়, ড়
(গ) ন, ণ
(ঘ) ত, ঞ

২৬. কোন ধরনের ‘পত্র’ পত্র নয়?

(ক) মানপত্র
(খ) আবেদনপত্র
(গ) দলিলপত্র
(ঘ) আমন্ত্রণপত্র

২৭. সমার্থক যুগ্মরীতির শব্দ কোনটি?

(ক) আকাশ-পাতাল
(খ) হাট-বাজার
(গ) দা-কুমড়া
(ঘ) উঁচু-নিচু

২৮. অসমাপিকা ক্রিয়ার বিভক্তি কোনগুলো?

(ক) ই, এ, ও
(খ) তে, লে, য়া > এ
(গ) ইব, ইবে
(ঘ) ছে, ছো, ছি

২৯. মধ্যম পুরুষের সম্ভ্রমার্থের প্রকাশ ঘটেছে কোন বাক্যে?

(ক) তিনি ঢাকা থাকেন

(খ) তাঁর চরিত্র উজ্জ্বল

(গ) আপনি এবার আসুন

(ঘ) তুমি পড়তে বস

৩০. ‘উপ’ উপসর্গ অর্থ সংকোচন করেছে কোন ক্ষেত্রে?

(ক) উপজেলা

(খ) উপহাস

(গ) উপলক্ষ

(ঘ) উপকার

৩১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

(ক) মুক্ত শব্দ

(গ) প্রাতিপদিক

(খ) বিভক্তিহীন, শব্দ

(ঘ) প্রতিপাদিক

৩২. ‘টাকার গরমে মাটিতে পা পড়ে না’-এখানে ‘গরম’ কী অর্থ প্রকাশ করছে?

(ক) উত্তাপ

(খ) অহংকার

(গ) উগ্রতা

(ঘ) জেদ

৩৩. ইতিহাস প্রসিদ্ধ কোনো অতীতের ঘটনা সাধারণ বর্তমান কালের ক্রিয়ায় উপস্থাপিত হলে সেই ক্রিয়ার কালকে কী
বলে?

(ক) পুরাঘটিত অতীত কাল

(খ) পুরাঘটিত বর্তমান কাল

(গ) ঐতিহাসিক অতীত কাল

(ঘ) ঐতিহাসিক বর্তমান কাল

৩৪. দুইটি খণ্ডবাক্যের সমন্বয়ে গঠিত বাক্যের একটি অন্যটির উপর নির্ভরশীল হলে তাকে কী বলে?

(ক) জটিল বাক্য

(খ) যৌগিক বাক্য

(গ) আশ্রিত বাক্য

(ঘ) অযোগ্য বাক্য

৩৫. নিচের কোনটি সাধিত শব্দ?

(ক) রাজা

(খ) মস্তক

(গ) দন্ত

(ঘ) সন্দেশ

৩৬. সংখ্যাবাচক বিশেষণের সাথে বিশেষ্যের সমাহার অর্থে কোন সমাস হয়?

(ক) বহুব্রীহি সমাস

(গ) কর্মধারয় সমাস

(খ) তৎপুরুষ সমাস

(ঘ) দ্বিগু কর্মধারয় সমাস

৩৭. ‘কথা দিলাম কথা রাখব’-এখানে ‘কথা দেয়া’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) মনোযোগ

(গ) প্রতিশ্রুতি

(খ) গুরুত্ব

(ঘ) ধারণা

৩৮. কোন বানানটি সঠিক?

(ক) পোস্টমাস্টার
(খ) গীতাঞ্জলী
(গ) শান্ত্বনা
(ঘ) লজ্জাস্কর

৩৯. নিচের কোনটি সঠিক সন্ধি?

(ক) ইতঃ + মধ্যে = ইতঃমধ্যে

(খ) ইতঃ + মধ্যে = ইতিমধ্যে

(গ) ইতঃ + মধ্যে = ইতোমধ্যে

(ঘ) ইতঃ + মধ্যে = ইতমধ্যে

৪০. উপাদানবাচক বিশেষণ রয়েছে কোনটিতে?

(ক) রুপার থালা
খ) হালকা শরীর
(গ) টাটকা ফল
(ঘ) নবম শ্রেণি

৪১. কিশোরদের জন্য রচিত ভ্রমণকাহিনী কোনটি?

(ক) জলে ডাঙায়
(খ) দেশে-বিদেশে
(গ) রাশিয়ার চিঠি
(ঘ) গভীর জলের মাছ

৪২. ১৯৭১ সালের ২৬শে মার্চ কী বার ছিল?

(ক) শুক্রবার
(খ) বৃহস্পতিবার
(গ) শনিবার
(ঘ) রবিবার

৪৩. হরিণের সমার্থক শব্দ কোনটি?

(ক) কুরঙ্গ
(খ) তুরঙ্গ
(গ) মাতঙ্গ
(ঘ) তরঙ্গ

৪৪. পোস্টাল কোড চিঠির খামে লিখতে হয় কেন?

(ক) চিঠি দ্রুত পৌঁছানোর জন্য

(খ) চিঠি যাতে না হারায়

(গ) চিঠি রেজিস্ট্রি করার জন্য

(ঘ) সঠিক প্রাপকের এলাকা চেনার জন্য

৪৫. বিসর্জন শব্দের বিপরীত শব্দ কী?

(ক) গ্রহণ
(খ) আবাহন
(গ) আনয়ন
(ঘ) স্বাগতম

■ শূন্যস্থানে সঠিক উত্তরটি লেখ:

৪৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন।

৪৭. বর্তমান বাংলা সাহিত্যে সুপরিচিত হিমু চরিত্র—এর সৃষ্টি।

৪৮. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয়— কে।

৪৯. কবি আল মাহমুদ স্বাধীনতার পর— পত্রিকার সম্পাদক ছিলেন।

৫০ . ‘জননী সাহসিকা’ বলা হয়— কে।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০০৮ এর বাংলা প্রশ্নের উত্তর মালা

১. (খ) উপন্যাস।

২. (ঘ) সৈয়দ মুজতবা আলী।

৩. (গ) খলসি।

৪. (গ) কমজোর।

৫. (ক) কুমিল্লা-নোয়াখালী।

৬. (গ) পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে বলে।

৭. (খ) বাংলাদেশ।

৮. (ক) ঠান্ডা।

৯. (ঘ) অভাগিনী।

১০. (ঘ) সুকুমার রায়।

১১. (ঘ) সবুজ রংয়ের।

১২. (খ) ম্রোহং।

১৩. (ক) রাজা রামমোহন রায়।

১৪. (ঘ) এক-তৃতীয়াংশ।

১৫. (গ) হাত।

১৬. (ক) পুরুষ ও কাল ভেদে।

১৭. (গ) হেড-পণ্ডিত।

১৮. (গ) ক্রিয়া বিভক্তি।

১৯. (খ) বনে বাঘ আছে।’

২০. (ঘ) শব্দতত্ত্ব।

২১. (ক) নির্মোক।

২২. (খ) ৩১টি।

২৩. (গ) চলিত ভাষা।

২৪. (ঘ) বিশেষ্য পদ।

২৫. (খ) ঢ়, ড়।

২৬. (ক) মানপত্র।

২৭. (খ) হাট-বাজার।

২৮. (খ) তে, লে, য়া > এ।

২৯. (গ) আপনি এবার আসুন।

৩০. (খ) উপহাস।

৩১. (গ) প্রাতিপদিক।

৩২. (খ) অহংকার।

৩৩. (ঘ) ঐতিহাসিক বর্তমান কাল।

৩৪. (ক) জটিল বাক্য।

৩৫. (ঘ) সন্দেশ।

৩৬. (ঘ) দ্বিগু কর্মধারয় সমাস।

৩৭. (গ) প্রতিশ্রুতি।

৩৮. (ক) পোস্টমাস্টার।

৩৯. (গ) ইতঃ + মধ্যে = ইতোমধ্যে।

৪০. (ক) রুপার থালা।

৪১. (ক) জলে ডাঙায়।

৪২. (ক) শুক্রবার।

৪৩. (ক) কুরঙ্গ।

৪৪. (ঘ) সঠিক প্রাপকের এলাকা চেনার জন্য।

৪৫. (খ) আবাহন।

৪৬. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।

৪৭. হুমায়ুন আহমেদ।

৪৮. বিহারীলাল চক্রবর্তী।

৪৯. দৈনিক গণকণ্ঠ।

৫০. সুফিয়া কামাল।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৫)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top