এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (সিলেট বোর্ড)

Sylhet Board 2023 SSC bangla 2nd paper question & solution

সিলেট বোর্ড এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. ‘সজিব অঙ্কে ভালো।’- বাক্যে ‘অঙ্কে’ কোন কারক?

ক) অপাদান কারক

খ) অধিকরণ কারক

গ) সম্বন্ধ কারক

ঘ) করণ কারক

২. বাক্যে গৌণ কর্মের সাথে কোন বিভক্তির প্রয়োগ হয়?

ক) -য়ের

খ) -তে

গ) -র

ঘ) -কে

৩. সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

৪. অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তনের প্রয়োজন হয়?

ক) সর্বনাম

খ) বিশেষ্য

গ) অব্যয়

ঘ) বিশেষণ

৫. ‘প্রতিশব্দ’ কী?

ক) অভিন্ন শব্দ

খ) ভিন্ন শব্দ

গ) ভিন্নার্থক শব্দ

ঘ) বিপরীত শব্দ

৬. ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

৭. ‘সমীরণ’ ‘অনিল’ ‘মরুৎ’ ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?

ক) বাতাস

খ) মেঘ

গ) রাত

ঘ) সমুদ্র

৮. কোনটি সকলবাচক সর্বনাম?

ক) যেমন তেমন

খ) এই

গ) কারা

ঘ) সবাই

৯. কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যকিছু বোঝায়?

ক) বহুব্রীহি সমাস

খ) কর্মধারয় সমাস

গ) দ্বন্দ্ব সমাস

ঘ) তৎপুরুষ সমাস

১০. ‘ঔষধ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক) ঔষোধ

খ) ওউশধ্

গ) ওশোধ

ঘ) ঔসোদধ

১১. দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কী?

ক) কণ্ঠ

খ) তালু

গ) ওষ্ঠ

ঘ) মূর্ধা

১২. দ্বিস্বরধ্বনি কয়টি?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

১৩. ‘পরিত্যাগ’ শব্দে ‘পরি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) ছোটো

খ) অসম্পূর্ণ

গ) অর্ধেক

ঘ) সম্পূর্ণ

১৪. কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?

ক) একাদশ

খ) ষষ্ঠ

গ) মনোযোগ

ঘ) কুলটা

১৫. কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দ?

ক) অষ্টম

খ) ১৪ই

গ) তেহাই

ঘ) হালুয়া

১৬. কোনটি ফারসি শব্দ?

ক) হজ

খ) কারখানা

গ) জাকাত

ঘ) দ্বাদশী

১৭. পূরণবাচক বিশেষণ কোনটি?

ক) আটদিন

খ) ৩৪তম অনুষ্ঠান

গ) নীল আকাশ

ঘ) কতক্ষণ সময়

১৮. অযোষ ব্যঞ্জনধ্বনি কোনটি?

ক) ভ

খ) ধ

গ) থ

ঘ) ঙ

১৯. নিচের কোন প্রকৃতি-প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক?

ক) চল্ + ঈষ্ণু = চলিষ্ণু

খ) পঠ + ঈত = পঠিত

গ) ভাজ্ + ঈ = ভাজি

ঘ) মিশর + ঈয় = মিশরীয়

২০. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?

ক) চৌরাস্তা

খ) বিষাদসিন্ধু

গ) চাঁদমুখ

ঘ) নয়ছয়

২১. ‘শীতার্ত’ সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে?

ক) অ + ঋত = আর্

খ) অ + রীত = আর্

গ) আ + রিত = আর্

ঘ) আ + ঋত = আর্

২২. কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?

ক) চুপচাপ

ক) দমাদম

গ) গরম গরম

ঘ) টুং টুং

২৩. ‘শয়ন’ কোন ধরনের বিশেষ্য?

ক) সমষ্টি-বিশেষ্য

খ) বস্তু-বিশেষ্য

গ) ক্রিয়া-বিশেষ্য

ঘ) গুণ-বিশেষ্য

২৪. নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ?

ক) বৃষ্টি থেমে গেল।

খ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

গ) আকাশে বিদ্যুৎ চমকায়।

ঘ) ছেলেরা মাঠে খেলছে।

২৫. নিচের কোনটি বহুপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?

ক) আস্তে

খ) চুপি চুপি

গ) ভালোভাবে

ঘ) চেঁচিয়ে

২৬. ‘চুল’ এর সমার্থক কোনটি?

ক) কুন্তল

খ) অক্ষি

গ) কল্লোল

ঘ) অংশু

২৭. ‘ধৃষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) নির্দোষ

খ) বিযুক্ত

গ) নম্র

ঘ) উগ্র

২৮. নিচের কোনটি ‘খয়ের খাঁ’ বাগধারার অর্থ প্রকাশ করছে?

ক) খাওয়া দাওয়া

খ) চাটুকার

গ) অন্ধ অনুকরণ

ঘ) বিত্তের অহংকার

২৯. ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

ক) গৌণ

খ) প্রত্যক্ষ

গ) পরোক্ষ

ঘ) মুখ্য

৩০. যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কী বাচ্য বলে?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

সিলেট বোর্ড ২০২৩ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. খ,

১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. গ, ১৯. ঘ, ২০. খ,

২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ক, ২৭. গ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

(ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এসএসসি সিলেট বোর্ড ২০২৩ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) স্বাধীনতা দিবস

(খ) বইমেলা

২. (ক) মনে করো, তুমি মাহিন। তুমি কুমিল্লার লাকসাম উপজেলার অধিবাসী। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লেখো। ১০

অথবা,

(খ) তোমার উপজেলার অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো, সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না, তাহলে সব পণ্ড হবে।

অথবা, সারমর্ম লেখো:

(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।

দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?

বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,

‘আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।’

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

৫. (ক) মনে করো, তুমি মুনিম। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার স্টাফ রিপোর্টার। তোমার এলাকায় অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা-বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি অর্থি। একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। রামপুর উচ্চ বিদ্যালয় ‘শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

(ক) সময়ানুবর্তিতা

(খ) কৃষিকাজে বিজ্ঞান

(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top