এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (রাজশাহী বোর্ড)

Rajshahi Board 2020 SSC Bangla 2nd paper question & solution

রাজশাহী বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. রূপতত্ত্ব

খ. ধ্বনিতত্ত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. বাক্যতত্ত্ব

২. ‘হিসেবে গরমিল থাকলে খাশমহল লাঠে  উঠবে।’ -এ বাক্যে গরমিল শব্দের ‘গর’ কোন উপসর্গ?

ক. তৎসম

খ. বাংলা

গ. ফারসি

ঘ. আরবি

৩. ‘জগতে কীর্তিমান হয় সাধনায়।’ -এখানে ‘সাধনায়’ কোন কারকের উদাহরণ?

ক. কর্তৃ

খ. কর্ম

গ. করণ

ঘ. অধিকরণ

৪ . তুমি বাড়ি যাবে, না আমি যাব? এ বাক্যে ‘না’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) আদেশ

গ) নিরর্থকভাবে

খ) বিকল্পার্থে

ঘ) বিশেষার্থে

৫. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- এটি কোন বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্য

খ. যৌগিক বাক্য

গ. জটিল বাক্য

ঘ. মিশ্র বাক্য

৬. ‘থেকে থেকে শিশুটি কাঁদছে’- এখানে ‘থেকে থেকে’ দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

ক. সতর্কতা

খ. ভাবের প্রগাঢ়তা

গ. কালের বিস্তার

ঘ. আধিক্য

৭. ‘বিদ্বানকে সকলেই আদর করে।’ -এটি কোন বাচ্য?

ক. কর্তৃবাচ্য

খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য

ঘ. কর্মকর্তৃবাচ্য

৮. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?

ক. স্বরলোপ

খ. আদি স্বরাগম

গ. মধ্যস্বরাগম

ঘ.  অন্ত্যস্বরাগম

৯. ‘সেইটেই ছিল আমার প্রিয় কলম’-এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?

ক. নির্দিষ্টতা

খ. অনির্দিষ্টতা

গ. সুনির্দিষ্টতা

ঘ. নিরর্থকতা

১০. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?

ক. বাঁশি

খ পঙ্কজ

গ. বাবুয়ানা

ঘ. প্রবীণ

১১. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’- এ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহার হয়েছে?

ক. নাম ধাতুর ক্রিয়া

খ. প্রযোজক ক্রিয়া

গ. যৌগিক ক্রিয়া

ঘ. মিশ্র ক্রিয়া

১২. কমার আরেক নাম কী?

ক. পাদটীকা

খ. পাদচ্ছেদ

গ. পূর্ণচ্ছেদ

ঘ. পাদবন্ধন

১৩. ‘মনীষা’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. মনস্ + ঈষা

খ. মনঃ + ঈষা

গ. মনশ + ঈষা

ঘ. মনি + ঈষা

১৪. ‘তিনি বললেন যে বইটা তাঁর দরকার।’- বাক্যটি কীসের উদাহরণ?

ক. প্রত্যক্ষ উক্তির

খ. কর্মবাচ্যের

গ. কর্তৃবাচ্যের

ঘ. পরোক্ষ উক্তির

১৫. ‘রোগ হলে ঔষধ খাবে।’- কোন কালের অনুজ্ঞা?

ক. ঘটমান বর্তমান

খ. বর্তমান কাল

গ. ভবিষ্যৎ কাল

ঘ. অতীত কাল

১৬. সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে ‘ষ’ হয় না?

ক. বিন

খ. ইমন্

গ. অনট

ঘ. সাৎ

১৭. ‘কাটিতে কাটিতে ধান এলো বরষা’-এ বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সমকাল

খ. নিরন্তরতা

গ. সমাপ্তি

ঘ. সূচনা

১৮. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. মহি + মা

খ. মহা + ইমা

গ. মহা + ইমন

ঘ. মহৎ ইমন

১৯. হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? এ বাক্যে ‘হের’ কোন ধাতু?

ক. অজ্ঞাতমূল

খ. বিদেশাগত

গ. সাধিত

ঘ. সংযোগমূলক

২০. ‘সত্য পথে থেকে সত্য কথা বল’-এ বাক্যে ‘সত্য’ কোন পদ?

ক. বিশেষ্য

খ. বিশেষণ

গ. বিশেষণের বিশেষণ

ঘ. ভাববাচক বিশেষণ

২১. এক এককের চার ভাগের এক ভাগকে বলা হয়-

ক. তেহাই

খ. চৌথা

গ. আধা

ঘ. পৌনে

২২. ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান কীর্তি যার

খ. মহা যে কীর্তি

গ. মহতী যে কীর্তি

ঘ. মহান যে কীর্তি

২৩ . কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?

ক) সতিন

খ) ননদ

গ) সপত্নী

ঘ) দুঃখিনী

২৪. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়।’- বাক্যটি কোন কালের উদাহরণ?

ক) সাধারণ বর্তমান

খ) ঘটমান বর্তমান

গ) নিত্যবৃত্ত বর্তমান

ঘ) পুরাঘটিত বর্তমান

২৫. কোনটি দেশি শব্দ?

ক. ঢেঁকি

খ. কাগজ

গ. আনারস

ঘ. উকিল

২৬. ‘পরীক্ষায় সফল হও’-এটি কোন ধরনের বাক্য?

ক. বিবৃতিমূলক

খ. আদেশ সূচক

গ. বিস্ময় সূচক

ঘ. ইচ্ছাসূচক

২৭. ‘সীমার মাঝে অসীম তুমি’ -বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যাপ্তি অর্থে

খ. ঐকদেশিক অর্থে

গ. নিকট অর্থে

ঘ. মধ্যে অর্থে

২৮. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. অশনি

খ. অম্বর

গ. বিভাধরা

ঘ. অবনী

২৯. এ-ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোন অংশে পাওয়া যায়?

ক. শেষে

খ. মধ্যে

গ. আদিতে

ঘ. আদি-অন্তে

৩০. ধাতুর ‘গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

রাজশাহী বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

১. খ, ২. ঘ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. খ,

১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ,

২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি রাজশাহী বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) বিজয় দিবস

খ) যানজট

২. ক) মনে করো, তুমি আনিছ। তোমার বন্ধু রিয়াদ ঢাকায় থাকে। পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি দিনাজপুর জেলার বাউল পাড়া গ্রামের সবুজ। তোমার এলাকার বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে কোনো দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো।

৩. সারাংশ লেখো: ১০

ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।

অথবা, সারমর্ম লেখো:

খ) একদা ছিল না জুতা চরণ যুগলে দহিল হৃদয় মন সেই ক্ষোভানলে।

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে।

দেখি সেথা একজন’ পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার।

পরের দুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

ক) প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

অথবা, খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।

৫. ক) মনে করো, তুমি তামিম। দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি বকুল। “দৈনিক সমকাল” পত্রিকার স্টাফ রিপোর্টার। দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

ক) শ্রমের মর্যাদা

খ) জাতি গঠনে নারীসমাজের ভূমিকা

গ) বৃক্ষরোপণ ও বনায়ন।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান ২০২০ (দিনাজপুর বোর্ড) পরের

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top