এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (দিনাজপুর বোর্ড)

Dinajpur Board 2020 SSC Bangla 2nd paper question & solution


দিনাজপুর বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. ‘তিনি গতকাল হাটে যাননি’—এটি কোন কালের উদাহরণ?

ক) ঘটমান বর্তমান

খ) সাধারণ বর্তমান

গ) পুরাঘটিত বর্তমান

ঘ) ঘটমান অতীত

২. ‘অপনোদন’ শব্দে ‘অপ’ উপসর্গ ব্যবহার করা হয়েছে কোন অর্থে?

ক) স্থানান্তর

খ) বিপরীত

গ) নিকৃষ্ট

ঘ) বিকৃত

৩. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়।’ এ বাক্যে কোন জাতীয় কর্তা উল্লেখ করা হয়েছে?

ক) মূখ্য কর্তা

খ) প্রযোজক কর্তা

গ) ব্যতিহার-কর্তা

ঘ) প্রযোজ্য কর্তা

৪. বাংলায় ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না?

ক) উত্তম পুরুষ

খ) নাম পুরুষ

গ) মধ্যম পুরুষ

ঘ) তুচ্ছার্থক পুরুষ

৫. ফলাহার>ফলার, ধ্বনি পরিবর্তনের নিয়মানুযায়ী এটিকে কী বলা হয়?

ক) অন্তর্হতি

খ) ব্যঞ্জনচ্যুতি

গ) অভিশ্রুতি একটিমাত্র

খনাম পুরুষ

ঘ) তুচ্ছার্থক পুরুষ

ঘ) বিষমীভবন

৬. একটিমাত্র ধ্বনিবিশিষ্ট  শব্দের উচ্চারণ সব সময় কেমন হয়?

ক) হ্রস্ব

খ) স্বাভাবিক

গ) দীর্ঘ

ঘ) সংবৃত

৭. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়?

ক) ড্যাশ

খ) কোলন ড্যাশ

গ) সেমিকোলন

ঘ) কমা

৮. যোগরূঢ় শব্দ গঠিত হয় কোন প্রক্রিয়ায়?

ক) সন্ধির মাধ্যমে

(খ) উপসর্গ যোগে

গ) সমাস নিষ্পন্ন হয়ে

(ঘ) প্রত্যয় যোগে

৯. ‘ছেলেটিকে চোখে চোখে রেখো’-এ বাক্যে ‘চোখে চোখে’ দ্বিরুক্ত শব্দ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সতর্কতা

খ) ভাবের প্রগাঢ়তা

গ) কালের বিস্তার

ঘ) আধিক্য

১০. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’- এককথায় কী হবে?

ক) অপরিণামদর্শী

খ) অবিমৃশ্যকারী

গ) অবিসংবাদিত

ঘ) অদৃষ্টপূর্ব

১১. কোন বানানটি সঠিক?

ক) মুমুর্ষু

খ) মমূর্ষু

গ) মুমূর্ষু

ঘ) মুমূর্ষ

১২. ‘তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম।’ এটি কোন বাক্যের উদাহরণ?

ক) মিশ্র বাক্য

খ) জটিল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) সরল বাক্য

১৩. ‘খ্রিষ্টাব্দ’-মিশ্র শব্দটি কোন শব্দের মিলনে সৃষ্ট হয়েছে?

ক) ইংরেজি + তৎসম

খ) ইংরেজি + বাংলা

গ) ইংরেজি + ফারসি

ঘ) ফারসি + আরবি

১৪. এক এককের চারভাগের তিনভাগ কে পরবর্তী সংখ্যার কী বলা হয়?

ক) সোয়া

খ) পৌনে

গ) তেহাই

ঘ) পোয়া

১৫. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে কী অনুসারে করতে হয়?

ক) পুরুষ

খ) বচন

গ) অর্থ

ঘ) ক্রিয়া

১৬. নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়ে যায়?

ক) সুনির্দিষ্ট

খ) নির্দিষ্ট

গ) অনির্দিষ্ট

ঘ) নিরর্থক

১৭. ‘সীমার মাঝে অসীম তুমি’-এখানে ‘মাঝে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বাইরে

খ) সঙ্গে

গ) ব্যাপ্তি

ঘ) মধ্যে

১৮. ‘জাত’ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার করা হয়েছে কোনটিতে?

ক) ব্যাপারি

খ) উমেদারি

গ) দোকানি

ঘ) ভাগলপুরি

১৯. ‘অহর্নিশ’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) অহঃ + নিশ

খ) অহঃ + নিশা

গ) অহ + নিশা

ঘ) অহ + নিশ

২০. ‘উভয় সংকট’ এর সমার্থক বান্ধারা কোনটি?

ক) শাপে বর

খ) শাঁখের করাত

গ) খণ্ড প্রলয়

ঘ) গোঁফ খেজুরে

২১. কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?

ক) তুমি কোথা থেকে এসেছো

খ) বিদ্বানকে সকলেই আদর করে

গ) সুতি কাপড় অনেকদিন টেকে

ঘ) এবার ট্রেনে ওঠা যাক

২২. ভাবাধিকরণ কারকে কোন বিভক্তির প্রয়োগ করা হয়?

ক) চতুর্থী

খ) ষষ্ঠী

গ) সপ্তমী

ঘ) দ্বিতীয়া

২৩. বাক্যে কারক বিভক্তি যুক্ত পদ কোথায় বসে?

ক) বিশেষণের পর

খ) বিশেষ্যের পর

গ) বিশেষ্যের পূর্বে

ঘ) বিশেষণের আগে

২৪. ‘ছাব্বিশে মার্চ’ কোন প্রকারের নাম বিশেষণ?

ক) সংখ্যাবাচক

খ) অংশবাচক

গ) নির্দিষ্টতাজ্ঞাপক

ঘ) ক্রমবাচক

২৫. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) সাহিত্যসভা

খ) পুরুষসিংহ

গ) অরুণরাঙা

ঘ) ক্রোধানল

২৬. কোন গুচ্ছের সবগুলো ধাতু ‘উঠ’– আদিগণের অন্তর্ভুক্ত?

ক) শুন, খুঁজ, ডুব, তুস্

খ) সহ্, কহ্, বস্, শুন্

গ) লিখ, কিন্, বাহ্, ডুব্‌

ঘ) কিহ্, ডুব, লিখ, শুন্

২৭. ‘লজ্জা প্রকাশে’ নিচের কোন বাক্য ব্যবহার করা হয়েছে?

ক) ছিঃ, তোমার এই কাজ

খ) ছিঃ ছিঃ, তার সাথে পারলে না

গ) তুমি এত নীচ!

ঘ) আঃ, ভালো লাগছে না, এখন যাও

২৮. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে স্ত্রীবাচক শব্দে ‘নী’ হয়- এর উদাহরণ কোনটি?

ক) ঠাকুরানী

খ) বাঘিনী

গ) ভিখারিনী

ঘ) গোয়ালিনী

২৯. ওষুধে ‘গুণ’ করেছে। এই বাক্যে ‘গুণ’ শব্দটি প্রয়োগ করা হয়েছে-

ক) বৈশিষ্ট্য অর্থে

খ) ক্রিয়া অর্থে

গ) উৎকর্ষ অর্থে

ঘ) ধর্ম অর্থে

৩০. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. স্থাবর

খ. অস্থাবর

গ. স্থায়ী

ঘ. যুদ্ধ

দিনাজপুর বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. খ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. খ,

১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ,

২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. খ, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি দিনাজপুর বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) গ্রন্থাগার;

খ) যানজট।

২. ক) মনে করো, তুমি সাকিব। তোমার বন্ধু শাবাবকে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে একটি পত্র লেখো। ১০

অথবা, খ) মনে করো, তুমি হাওলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাসেল। তোমার বিদ্যালয়ের পানিতে আর্সেনিক আছে। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার মেয়রের কাছে একটি পত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

ক) বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক, তাহাই কন্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া অবশ্যক। তেমনি একটি শিক্ষাপুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি অপাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে।

অথবা, সারমর্ম লেখো:

খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস।

সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস।

রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস।

আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

ক) দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।

খ) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

৫. ক) মনে করো, তুমি হরিশ্চর স্কুলের ছাত্র মানিক। তোমার স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি আবিদ। ‘দৈনিক সমকাল’ পত্রিকার বিশেষ সংবাদদাতা। মাদকের কুফল ও প্রতিকার সম্বন্ধে তোমার পত্রিকার জন্য একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ;

খ) অধ্যবসায়;

গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top