এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (কুমিল্লা বোর্ড)

Comilla Board 2020 SSC bangla 2nd paper question & solution

কুমিল্লা বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?

ক) তুমি এখন যেতে পারো।

খ) আমি এইমাত্র এলাম।

গ) শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন।

ঘ) হামিদকে দেখে খুশি হলাম।

২. কোনটি অগ্র দন্তমূলীয় বর্ণ?

ক) প

খ) ট

গ) ঠ

ঘ) থ

৩. ‘বিগড়’ ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়?

ক) ভীত হওয়া

খ) ছিন্ন হওয়া

গ) নষ্ট হওয়া

ঘ) সিক্ত হওয়া

৪. বাংলায় ‘ঋ’ কে কী বলা যায় না?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) ব্যঞ্জনধ্বনি

ঘ) স্বরধ্বনি

৫. কোনটি ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ?

ক) ধরণী

খ) চিকুর

গ) তিমির

ঘ) অদ্রি

৬. ‘অন্বেষণ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক) অন্ব + এষণ

খ) অনু + এষণ

গ) অন্ব + ষণ

ঘ) অনু + ষণ

৭. এ দেশের মাঝে একদিন সব ছিল। এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সর্বত্র

গ) একদেশিক

খ) মধ্যে

ঘ) ব্যাপ্তি

৮. বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) সেবিকা

খ) সুন্দরী

গ) নেত্রী

ঘ) জেলেনী
৯. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?

ক) পাগলে কী না বলে।

খ) বনে বাঘ আছে।

গ) ফুলে ফুলে বাগান ভরেছে।

ঘ) অন্ধ জনে দেহ আলো।

১০. সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে?

ক) বিশেষ্যের পূর্বে

খ) বিশেষ্যের পরে

গ) বিশেষণের পূর্বে

ঘ) বিশেষণের পরে

১১ কোন গুচ্ছের সবগুলো ধাতু অসম্পূর্ণ ধাতু?

ক) আ, যা, বট, শিখ

খ) তা, যা, আছ, শিখ

গ) আ, থাক্, বিট, শিখ

ঘ) √আ, থাক্, আছ, বট

১২. অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে কোন কারক স্বীকার করেন না?

ক)কর্তৃকারক

খ) কর্মকারক

গ) সম্প্রদান কারক

ঘ) অপাদান কারক

১৩. ‘কাছা টিলা’-বান্ধারাটির অর্থ কী?

ক) অপদার্থ

খ) অকর্মা

গ) অসাধু

ঘ) অসাবধান

১৪. ‘রোগ হলে ওষুধ খাবে।’-কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?

ক) আদেশে

খ) বিধান অর্থে

গ) সম্ভাবনায়

ঘ) অনুরোধে

১৫. নিচের কোনটি দেশি শব্দ?

ক) চন্দ্র

খ) ডাব

গ) হরতাল

ঘ) চিনি

১৬. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি কী কী?

ক) উ এবং উ

খ) এ এবং ঐ

গ) ঐ এবং ঔ

ঘ) ই এবং ঈ

১৭. কোন কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। এরূপ ধ্বনিকে কী বলে?

ক) অল্পপ্রাণ

খ) মহাপ্রাণ

গ) অঘোষ

ঘ) ঘোষ

১৮. আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?

ক) তিন প্রকার

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) ছয় প্রকার

১৯. ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক) আল

খ) আরি

গ) অস্ত

ঘ) আও

২০. “সে দিন কি আর আসবে?”-এ বাক্যে ‘আর’ অব্যয় কী অর্থে ব্যবহার হয়েছে?

ক) নিরাশা অর্থে

খ) পুনরাবৃত্তি অর্থে

গ) সম্ভাবনা অর্থে

ঘ) তুলনা অর্থে

২১. কোনটি ফারসি শব্দ?

ক) ইসলাম

খ) খোদা

গ) ধর্ম

ঘ) ইমান

২২. কোনটিতে ‘যুক্ত’ অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে?

ক) টেকো

খ) গেছো

গ) মেছো

ঘ) গেঁয়ো

২৩. উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?

ক) অভাব

খ) গায়েপড়া

গ) জলদ

ঘ) ভোজন

২৪. ‘আমাকে সাহায্য করুন।’—কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?

ক) অনুরোধ

খ) আদেশ

গ) প্রার্থনা

ঘ) উপদেশ

২৫. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’-এর সংকুচিত রূপ হলো-

ক) ঐতিহাসিক

খ) ইতিহাসবেত্তা

গ) ইতিহাসিক

ঘ) ইতিহাসবিদ

২৬. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?

ক) কোলন

খ) ড্যাশ

গ) হাইফেন

ঘ) লোপ চিহ্ন

২৭. ‘বিপদাপন্ন’-কোন তৎপুরুষ সমাস?

ক) দ্বিতীয়া

খ) তৃতীয়া

গ) চতুথী

ঘ) পঞ্চমী

২৮. সমধাতুজ কর্মপদের উদাহরণ কোনটি?

ক) খোকাকে কাঁদিও না।

খ) সাইরেন বেজে উঠল।

গ) সাপুড়ে সাপ খেলায়।

ঘ) বেশ এক ঘুম ঘুমিয়েছি।

২৯. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’-এটা কোন বাচ্যের উদাহরণ?

ক) র্মকর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য.

গ) কর্তৃবাচ্য

ঘ) ভাববাচ্য

৩০. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক) স্বরসংগতি

খ) অপনিহিতি

গ) অসমীকরণ

ঘ) স্বরলোপ

কুমিল্লা বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. ক, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. ক,

১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক,

২১. খ, ২২. ক, ২৩. গ, ২৪. গ, ২৫. খ, ২৬. গ, ২৭. ক, ২৮. ঘ, ২৯. ক, ৩০. ক,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

এসএসসি কুমিল্লা বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

ক) শৃঙ্খলাবোধ

খ) অতিথি পাখি

২. ক) মনে করো, তুমি মুক্তা, পাবনায় থাক। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে ঢাকার বন্ধু পাপিয়ার কাছে পত্র লেখো।১০

অথবা, খ) মনে করো, তুমি সাদমান, চট্টগ্রামে থাক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরব মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক। এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানেই এই।

অথবা, খ) সারমর্ম লেখো:

আসিতেছে শুভদিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,
শুধিতে হইবে ঋণ!

হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;

তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

ক) ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

অথবা, খ) বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে বাঁধা নয়নের অংশ যেন নয়নের পাতা।

৫. ক) মনে করো, তুমি ইশতিয়াক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা, খ) মনে করো, তুমি আসিফ। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার রাজশাহী প্রতিনিধি। ‘অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা’- শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

ক) চরিত্র

খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

গ) বাংলাদেশের কৃষক।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top