Chattogram Board 2020 SSC bangla 2nd paper question & solution
চট্টগ্রাম বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি
পূর্ণমান ৩০
সময় : ৩০ মিনিট
১. ণত্ব-ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে ব্যবহৃত হয়?
ক) তৎসম
খ) দেশি
গ) অর্ধ-তৎসম
ঘ) বিদেশি
২. আদেশ, নিষেধ, উপদেশ অর্থে ক্রিয়াপদে কোন ভাব হয়?
ক) আকাঙ্ক্ষা
খ) সাপেক্ষ
গ) নির্দেশক
ঘ) অনুজ্ঞা
৩. ‘সূর্য’ উঠলে আঁধার দূরীভূত হয়-বাক্যে ‘উঠলে’ কোন ক্রিয়া?
ক) সমাপিকা
খ) অসমাপিকা
গ) যৌগিক
ঘ)মিশ্র
৪. ‘বিশ্বনবি’ কোন ধরনের বিশেষ্য?
ক) ‘সংজ্ঞাবাচক
খ) গুণবাচক
গ) বস্তুবাচক
ঘ) ব্যক্তিবাচক
৫. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক) চন্দ্র যে মুখ
খ) চন্দ্র রূপ মুখ
গ) মুখ চন্দ্রের ন্যায়
ঘ) মুখ ও চন্দ্র
৬. সুতি কাপড় অনেক দিন টেকে-কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
৭. যে নারীর সন্তান বাঁচে না-এককথায় কী হবে?
ক) অনুঢ়া
খ) বীরপ্রসূ
গ) বিবোঢ়া
ঘ) মৃতবৎসা
৮. কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অচিন দেশের অচেনা মানুষ
খ) অজপাড়া গাঁয়ের অজমূর্খ
গ) সুদিনে সুকাজ সম্পন্ন হয়
ঘ) ইতঃপূর্বে এই ইতিহাস শুনিনি
৯. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক) পশরীল
খ) পিচাশ
গ) ফাগুন
ঘ) ধোপা
১০. ‘আমাকে পড়তে হচ্ছে’-বাক্যটি কোন বাচ্য?
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
১১. অন্যায় কাজ করো না -বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করেছে?
ক) নির্দেশক ভাব
খ) অনুজ্ঞা ভাব
গ) সাপেক্ষ ভাব
ঘ) আকাঙ্ক্ষা ভাব
১২. ‘লিখ’ আদিগণের সদস্য কোনটি?
ক) চল
খ) চিন
গ) উঁচা
ঘ) লুকা
১৩. যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদেরকে বলে-
ক) অজ্ঞাতমূল ধাতু
খ) অপরিবর্তনীয় ধাতু
গ) প্রকারান্তর ধাতু
ঘ) অসম্পূর্ণ ধাতু
১৪. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কেমন উচ্চারণ হয়?
ক) সংবৃত
খ) বিবৃত
গ) প্রকৃত
ঘ) অপ্রকৃত
১৫. আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
ক) বর্তমান
খ) ভবিষ্যৎ
গ) নিত্যবৃত্ত অতীত
ঘ) অতীত
১৬. প্রত্যক্ষ উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ উক্তিতে কী হবে?
ক) আগের দিন
খ) পূর্বদিন
গ) পরদিন
ঘ) সেদিন
১৭. ‘দৌহিত্র’ শব্দটি অর্থগতভাবে-
ক) রূঢ় শব্দ
খ) যৌগিক শব্দ
গ) যোগরূঢ় শব্দ
ঘ) তদ্ভব শব্দ
১৮. কোন শব্দটি আ+ এ = ঐ নিয়মে সাধিত সন্ধি?
ক) জনৈক
খ) সদৈব
গ) হিতৈষী
ঘ) সবৈধ
১৯. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত শব্দ?
ক) পতঞ্জলি
খ) পরিষ্কার
গ) কুলটা
ঘ) গবাক্ষ
২০. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
ক) ভাববাচক বিশেষ্য
খ) গুণবাচক বিশেষণ
গ) গুণবাচক বিশেষ্য
ঘ) ভাববাচক বিশেষ্য
২১. কোনটি ‘অলক’ শব্দের প্রতিশব্দ?
ক) নন্দন
খ) তমসা
গ) চিকুর
ঘ) মেঘলা
২২. কোন শব্দগুচ্ছটির প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়?
ক) গণ, বৃন্দ, কুল, সকল
খ) বর্ণ, সব, সমূহ, কুল
গ) কুল, সকল, সব, সমূহ
ঘ) রা, দের, গুলা, গুলি
২৩. কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
ক) ও, এবং
খ) কিংবা, বরং
গ) যদি, যেন
ঘ) এবং, কিন্তু
২৪. মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে-
ক) ৮, ১০, ৩২
খ) ৮, ১২, ৩০
গ) ১০, ৮, ৩২
ঘ) ১২, ৮, ৩০
২৫. উচ্চারণ স্থানানুযায়ী র, ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
ক) তালব্য
খ) মূর্ধণ্য
গ) কম্পন
ঘ) তাড়নজাত
২৬. ‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) ওলন্দাজ
খ) ফরাসি
গ) ফারসি
ঘ) পর্তুগিজ
২৭. বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়?
ক) তৎসম
খ) অর্ধ তৎসম
গ) তদ্ভব
ঘ) দেশি
২৮. স্বরভক্তির অপর নাম কী?
ক) সমপ্রকর্ষ
খ) বিপ্রকর্ষ
গ) স্বরলোপ
ঘ) অভিশ্রুতি
২৯. একই স্বরের পুনরাবৃত্তির দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
ক) অপিনিহিতি
খ) অভিশ্রুতি
গ) অসমীকরণ
ঘ) দ্বিত্ব ব্যঞ্জন
৩০. কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) ছাত্রী
খ) দাদি
গ) আয়া
ঘ) সামা
চট্টগ্রাম বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা
১. ক, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ক, ৯. খ, ১০. গ,
১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, গ ও ঘ তিনটিই সঠিক, ২০. খ,
২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. গ, ২৫. খ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. খ, ২৯. গ, ৩০. খ,
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের আগের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।
এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন
পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০
(ক) বিজয় দিবস;
(খ) যৌতুকপ্রথা।
২. যেকোনো একটি বিষয়ে পত্র লেখো:১০
(ক) মনে করো, তুমি আবিদ/আবিদা। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধু হাসিবের কাছে একখানা পত্র লেখো।
অথবা, (খ) মনে করো, তুমি শিউলি। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্রী। ইতিহাসখ্যাত কোনো স্থানে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একখানা আবেদনপত্র লেখো।
৩. সারাংশ লেখো: ১০
(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।
অথবা, সারমর্ম লেখো:
(খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধকজনে বিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
8. যে কোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০
(ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
(খ) স্বদেশের উপকারে নেই যার মন
কে বলে মানুষ তারে? পশু সেই জন।
৫. যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: ১০
(ক) মনে করো, তুমি রাশেদা। সৈয়দপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী। তোমাদের বিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন সম্পর্কে একখানা প্রতিবেদন তৈরি করো।
(খ) মনে করো, তুমি দুলাল। ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার দিনাজপুর জেলার প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একখানা প্রতিবেদন রচনা করো।
৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০
(ক) শ্রমের মর্যাদা;
(খ) কৃষিকাজে বিজ্ঞান;
(গ) বাংলাদেশের ঋতুবৈচিত্র্য।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৪)
মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)
এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)