এসএসসি ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (ময়মনসিংহ বোর্ড)

Mymensingh Board 2024 SSC bangla 2nd paper question & solution

এসএসসি ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. ‘সে লিখছে আর হাসছে।’- বাক্যে ‘লিখছে আর হাসছে’ কোন বর্গ?

ক) বিশেষ্যবর্গ

খ) বিশেষণবর্গ

গ) ক্রিয়াবর্গ

ঘ) ক্রিয়াবিশেষণবর্গ

২. ক্রিয়া-বিশেষ্যের উদাহরণ কোনটি?

ক) ভোজন

খ) ধৈর্য

গ) মিছিল

ঘ) দয়া

৩. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

ক) এরা

খ) পরস্পর

গ) যে-সে

ঘ) নিজেরা নিজেরা

৪. বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে?

ক) খুব ভালো খবর।

খ) আধা কেজি চাল।

গ) এই পুকুরের পানি ঘোলা।

ঘ) গাড়িটা বেশ জোরে চলছে।

৫. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক) লজ্জা পাওয়া

খ) হেসে ওঠা

গ) সাঁতারকাটা

ঘ) কথা দেওয়া

৬. পদাণু ক্রিয়াবিশেষণ রয়েছে কোন বাক্যে?

ক) টিপটিপ বৃষ্টি পড়ছে।

খ) যথাসময়ে সে হাজির হয়।

গ) তিনি বেড়াতে যাননি।

ঘ) মরি তো মরব।

৭. কোনোকিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?

ক) -টা

খ) -খানা

গ) -খানি

ঘ) -টুকু

৮. ‘সকলের মঙ্গল হোক।’- বাক্যটি বর্তমান কালের কোন রূপ?

ক) সাধারণ বর্তমান

খ) ঘটমান বর্তমান

গ) পুরাঘটিত বর্তমান

ঘ) অনুজ্ঞা বর্তমান

৯. ‘ঠোঁটা কাটা’ বাগধারাটির অর্থ কী?

ক) নির্লজ্জ

খ) সংকীর্ণমনা

গ) কাণ্ডজ্ঞানহীন

ঘ) বেহায়া

১০. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

ক) ড্যাশ

ক) হাইফেন

গ) কোলন

ঘ) সেমিকোলন

১১. কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

ক) চিঠিটা পড়া হয়েছে।

খ) শরতে শিউলি ফোটে।

গ) আমার যাওয়া হলো না।

ঘ) এবার বাঁশিটি বাজাও।

১২. অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) অব্যয়

১৩. ‘রাজীব বাংলা ব্যাকরণে ভালো’। বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক?

ক) কর্তা

খ) কর্ম

গ) করণ

ঘ) অধিকরণ

১৪. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

১৫. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

ক) বর্গ

খ) পূরক

গ) প্রসারক

ঘ) উদ্দেশ্য

১৬. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?

ক) একাদশ

খ) গবাক্ষ

গ) কুলটা

ঘ) নাবিক

১৭. বিবৃত স্বরধ্বনি কোনটি?

ক) এ

খ) ও

গ) অ

ঘ) আ

১৮. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি?

ক) চুপচাপ

খ) ঝমঝম

গ) ঝিকিমিকি

ঘ) সুরে সুরে

১৯. নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?

ক) সুন্দরী

খ) বেগম

খ) বিধবা

ঘ) শিক্ষিকা

২০. ‘চশমা’ কোন ভাষার শব্দ?

ক) তুর্কি

খ) আরবি

গ) ফারসি

ঘ) পর্তুগিজ

২১. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক) সাত

খ) এগারো

গ) ত্রিশ

ঘ) সাঁইত্রিশ

২২. ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) প্রতীচী

খ) প্রতীচ্য

গ) প্রাচ্য

ঘ) পাশ্চাত্য

২৩. ‘হাতি’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

ক) কর

খ) হয়

গ) দ্বিপ

ঘ) মার্তণ্ড

২৪. বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির?

ক) সংস্কৃত

খ) অহমিয়া

গ) ওড়িয়া

ঘ) মৈথিলি

২৫. বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

ক) ওষ্ঠ

খ) মূর্ধা

গ) জিভ

ঘ) তালু

২৬. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?

ক) র

খ) ড়

গ) হ

ঘ) ল

২৭. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্যে জোরালো হয়, তাকে কী বলে?

ক) নির্দেশক

খ) বলক

গ) বিভক্তি

ঘ) বচন

২৮. ‘নিমখুন’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়?

ক) প্রায়

খ) তুল্য

গ) অর্ধেক

ঘ) অল্প

২৯. ‘ভাব’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

ক) বাঘা

খ) জেঠামি

গ) কানাই

ঘ) বাহাদুরি

৩০. উপমিত ধর্মধারয় সমাস কোনটি?

ক) মনমাঝি

খ) চন্দ্রমুখ

গ) ঘরজামাই

ঘ) কাজলকালো

এসএসসি ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. গ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ঘ, ৯. ঘ, ১০. খ,

১১. ক, ১২. গ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ, ২০. গ,

২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ,

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা ২০২১ সালের নতুন সিলেবাসের বোর্ড বই অনুযায়ী করা হয়েছে।

সবার আগে এসএসসি ২০২৫ বাংলা ২য় পত্রের এমসিকিউ সমাধান পেতে আপনার প্রশ্নটি আমাদের ফেইসবুক গ্রুপে শেয়ার করুন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন ব্যাকরণ স্কুল

এসএসসি ময়মনসিংহ বোর্ড ২০২৪ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) জাতীয় পতাকা

(খ) মোবাইল ফোন’

২. সারাংশ লেখো: ১০

(ক) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপর কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে?

অথবা, সারমর্ম লেখো:

(খ) এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।

চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

৩. (ক) মনে করো, তুমি রূপা। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী। উক্ত পরীক্ষার প্রস্তুতি জানিয়ে কুমিল্লায় বসবাসরত পিতার কাছে একখানা পত্র লেখো। ১০

অথবা,

(খ) মনে করো, তুমি শারমিন নিগার। সীতাকুন্ড উপজেলার বড়ো কুমিরা এলাকার বাসিন্দা। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।

8. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০

(ক) যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে;

যে জাতি জীবনহারা অচল অসাড়
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

(খ) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

৫. (ক) মনে করো, তুমি নাজিফা। তুমি কে, বি, এ, এইচ উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী। সম্প্রতি তোমার বিদ্যালয়ে উদ্যাপিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভষা দিবস’ উদ্যাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। ১০

অথবা

(খ) মনে করো, তুমি সুশান্ত। ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার একজন স্থানীয় প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ২০

(ক) বাংলাদেশের পর্যটন শিল্প

(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(গ) কৃষিকাজে বিজ্ঞান

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top