বাগযন্ত্র, পরিচ্ছেদ ৪, বাংলা ২য়, ৯ম/১০ম/এসএসসি/দাখিল ২০২৫/২৭

Bagzontro, Chapter 4, Bangla 2nd, Class 9/10/SSC/Dakhil 2025/27

বাগযন্ত্র: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস, বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ, বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম

আপনি যদি উপরের প্রশ্নগুলো খুজে থাকেন এবং জানতে চান এই পরিচ্ছেদ থেকে এ পর্যন্ত কোন কোন বোর্ড প্রশ্ন এসেছে তাহলে এই লেখাটি আপনার জন্যই!

বাগযন্ত্র, পরিচ্ছেদ ৪

বাগযন্ত্র: ধাপ ১

১. ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে কী বলে?
=>বাগযন্ত্র।

২. বাগযন্ত্রগুলো মানবদেহের কোন ভাগে/অংশে অবস্থিত?
=>উপরিভাগে।

৩. বাগযন্ত্রগুলোর অবস্থান মানবদেহের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত?
=>ফুসফুস শুরু করে ঠোঁট পর্যন্ত।

৪. বাগযন্ত্রগুলো কী কী?
=>ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র, জিভ, আলজিভ, তালু, মূর্ধা, দন্ত, দন্তমূল, ওষ্ঠ এবং নাসিকা।√

ফুসফুস: ধাপ ২

৫. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?
=> ফুসফুস।

৬. মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে কী উৎপন্ন হয়?
=>ধ্বনি।

৭. শ্বাস গ্রহণ ও ত্যাগ করে কোন বাগযন্ত্র?
=>ফুসফুস।

শ্বাসনালি: ধাপ ৩

৮. ফুসফুস থেকে বাতাস কোন মাধ্যম হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে?
=>শ্বাসনালি।

বাগযন্ত্র ১ম পৃষ্ঠা

স্বরযন্ত্র: ধাপ ৪

৯. শ্বাসনালির উপরের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান?
=>স্বরযন্ত্রের।

১০. মেরুদণ্ডের কোন কোন অস্থির পাশে স্বরযন্ত্র অবস্থিত?
=>৪, ৫, ৬ নম্বর।

১১. স্বরযন্ত্র দেখতে কেমন?
=>নলের মতো।

১২. বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে কীসের সৃষ্টি হয়?
=>ধ্বনির।

১৩. স্বরযন্ত্রের ভিতরে কোন কোন বাগযন্ত্র অবস্থিত?
=>অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার।

জিভ: ধাপ ৫

১৪. মুখগহ্বরের নিচের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান?
=>জিভ।

১৫. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?√
=>জিভ।

আলজিভ: ধাপ ৬

১৬. মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কী?
=>আলজিভ।

১৭. নাসিক্যধ্বনি উচ্চারণের সময়ে কোন কোন বাগযন্ত্র নিচে নেমে আসে?
=>কোমল তালু ও আলজিভ।

১৮. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এসে কোন ধ্বনি উচ্চারিত হয়?
=>নাসিক্যধ্বনি।

তালু: ধাপ ৭

১৯. মুখবিবরের ছাদকে কী বলা হয়?
=>তালু।√

২০. তালুর কয়টি অংশ?√
=>দুটি। যথা: কোমল তালু ও শক্ত তালু।

২১. কোন ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে?
=>অনুনাসিক স্বরধ্বনি।

২২.অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটি নিচে নেমে আসে?
=>কোমল তালু।√

২৩. কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?
=>কণ্ঠ্যধ্বনি।

২৪. দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে কী বলা হয়?
=>শক্ততালু।

মূর্ধা: ধাপ ৮

২৫. শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?
=>মূর্ধা।

দন্তমূল ও দন্ত

২৬. দাঁতের গোড়ার নাম কী?
=>দন্তমূল।

ওষ্ঠ: ধাপ ৯

২৭. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?√
=>ওষ্ঠ বা ঠোঁট।

২৮. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়?
=> দুই ভাগে। যথা: সংবৃত ও বিবৃত।

২৯. ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
=>ওষ্ঠ।

বাগযন্ত্র ২য় পৃষ্ঠা

নাসিকা: ধাপ ১০

৩০. মুখগহ্বরের পাশাপাশি কোনটি দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়?
=>নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে।

বাগযন্ত্র ৩য় পৃষ্ঠা

অনুশীলনী প্রশ্ন: ধাপ ১১

সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।

১. কোনটি বাগযন্ত্র?√

ক. পাকস্থলী

খ. ফুসফুস

গ. পিত্তকোষ

ঘ. যকৃৎ

২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?

ক. নাসারন্ধ্র

খ. মুখবিবর

গ. তালু

ঘ. ক ও খ উভয়ই

৩. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম-√

ক. তালু

খ. মূর্ধা

গ. দন্ত

ঘ. ওষ্ঠ

৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?√

ক. দাঁত

খ. মূর্ধা

গ. দন্তমূল

ঘ. জিভ

৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?

ক. সামনে

খ. পিছনে

গ. উপরে

ঘ. নিচে

৬. নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে?

ক. আলজিভ নিচে নেমে এলে

খ. জিভ তালুতে স্পর্শ করলে

গ. ঠোঁটের ফাঁকা কম-বেশি হলে

ঘ. জিভ মূর্ধায় স্পর্শ করলে

উত্তরমালা উপরের ৩ নম্বর ছবি থেকে দেখে নাও।

বোর্ড প্রশ্ন, বাগযন্ত্র, পরিচ্ছেদ ৪

১. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি? (ব. বো. ২৩)

ক) মুখবিবর

খ) ফুসফুস

গ) শ্বাসনালি

ঘ) স্বরযন্ত্র

২. কোনটি বাগযন্ত্র? (কু. বো. ২৩) (মাদ্রাসা বোর্ড ২৩)

ক) নাক

খ) কান

গ) গলা

ঘ) মাথা

৩. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? (রা. বো. ২৪, কু. বো. ২৪) (ব. বো. ২৩, ম. বো. ২৩, চ. বো. ২৩) (মাদ্রাসা বোর্ড ২৪)

ক. দাঁত

খ. মূর্ধা

গ. দন্তমূল

ঘ. জিভ

৪. মুখবিবরের ছাদকে বলে- (মাদ্রাসা বোর্ড ২৩)

ক) জিভ

খ) ওষ্ঠ

গ) দন্ত

ঘ) তালু

৫. তালুর কয়টি অংশ? (ঢা. বো. ২৪)

ক. দুইটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

৬. অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটি নিচে নেমে আসে? (দি. বো. ২৪)

ক) ওষ্ঠ

খ) আলজিভ

গ) মূর্ধা

ঘ) কোমল তালু

৭. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম- (ঢা. বো. ২৩)

ক. তালু

খ. মূর্ধা

গ. দন্ত

ঘ. ওষ্ঠ

উত্তরমালা
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ,  ৭. ঘ

উল্লেখ্য, সর্বমোট বোর্ড রয়েছে ১০টি। মাধ্যমিক বোর্ড ৯টি, আর মাদ্রাসা বোর্ড ১টি। এই পরিচ্ছেদ থেকে ৯টি বোর্ড থেকে প্রশ্ন এসেছে, শুধু যশোর বোর্ড থেকে ২০২৩ ও ২৪ সালে কোন প্রশ্ন আসেনি। ২০২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাসেও এটি নেই। ২০২৫ ও ২৭ সালের সিলেবাসে আছে।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top