Cadet College admission 2022 Bangla question and solution
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ২০২২
পূর্ণমান: ৬০
১. সর্বোৎকৃষ্ট উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও: ১×১০=১০
ক. মিনু সৃষ্টিকে গ্রহণ করছে কীসে?
১. অনুভবে
২. দৃষ্টিতে
৩. আবেগে
৪. কল্পনাতে
খ. সৈয়দ মুজতবা আলীর কাছে কোন দৃশ্যটি অদ্ভুত লেগেছিল?
১. উটের সবুজ চোখ
২. সবচেয়ে বড় পিরামিড
৩. মিশরের নীল নদ
৪. মরুভূমির উপর চন্দ্রালোক
গ. স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মাদার তেরেসা কীসের আগ্রহ জাগাতে চেষ্টা করতেন?
১. ভালোবাসার
২. সহযোগিতার
৩. সেবার
৪. শ্রদ্ধার
ঘ. ‘আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর’-এর পরের চরণ কোনটি?
১. না সৃজিলা বিধি কাঁদাতে নরে।
২. যাও বীরবেশ কর গিয়া রণ;
৩. তার মতো সুখ কোথাও কি আছে?
৪. সমর-অঙ্গন সংসার এই,
ঙ. ‘মানুষ জাতি’ কবিতায় যুদ্ধ করি অর্থে কোন শব্দটি প্রয়োগ করা হয়েছে?
১. সংগ্রাম
২. যুঝি
৩. রণ
৪. সমর
চ. ‘চারুপাঠ’ গ্রন্থের সংকলন রচনা ও সম্পাদনার সাথে যুক্ত রয়েছেন-
১. আনিসুজ্জামান
২. সনজীদা খাতুন
৩. অধ্যাপক ড. দেলওয়ার মফিজ
৪. অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক
ছ. সন্ধিতে অ + উ = কী হয়?
১. এ
২. ঐ
৩. ও
৪. ঔ
জ. আকাশে শুধু নীল আর নীল। (নীল) নির্বাচিত অংশটুকু কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
১. বিশেষ্য
২. বিশেষণ
৩. সর্বনাম
৪. যোজক
ঝ. গাছ থেকে পাতা ঝরে। কোন কারকের উদাহরণ?
১. অধিকরণ
২. অপাদান
৩. করণ
৪. কর্ম
ঞ. লিখিত বাংলা ভাষাকে কৃত্রিমতা থেকে মুক্ত করার প্রয়াসে কোন ভাষারীতির সৃষ্টি হয়?
১. সাধু
২. প্রমিত
৩. কথ্য
৪. আঞ্চলিক
২. নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখ এবং শব্দে পরিণত কর: ১×৬=৬
(ক) শা হা র মে হ
(ঘ) ক্ষি দ ণ প্র
(খ) জা প্র তি প
(ঙ) ই ন না ট্রো জে
(গ) কি ছি নি ট
(চ) শ্য লো অ ক দৃ
৩. বানান শুদ্ধ করে লেখ: ১×৭=৭
অভিজ্ঞান, অধ্যাবসায়, প্রতিভী, প্রতিশেধক, উচ্চস্বরে, মিলিটারী, অনুনমোদিত।
৪. সংক্ষেপে উত্তর দাও:
(ক) মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল কেন?
(খ) ‘বারকোশ’ শব্দের অর্থ কী?
(গ) আসমানিদের বাড়িকে কীসের সঙ্গে তুলনা করা
হয়েছে?
(ঘ) কতদিকে কত কারিগর রচনায় বাংলা লোক-কাহিনীর চরিত্র হিসেবে কার কথা উল্লেখ করা হয়েছে?
(ঙ) জন্মভূমি কবিতার প্রথম চরণটি লেখ।
(চ) ‘বললে, এসো, আমরা সবাই না-ঘুমানোর দল’- কথাটি কে বলেছিল?
(ছ) ‘খুব এক ঘুম ঘুমিয়েছি।’ বাক্যটিতে কোন ধরনের কর্মের ব্যবহার হয়েছে?
(জ) ‘সে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’ বাক্যটিতে কোন কালের প্রয়োগ হয়েছে?
(ঝ) এক কথায় প্রকাশ কর: যার দুটি মাত্র দাঁত।
(ঞ) ‘সভায় অন্যান্য বিষয়গুলোর আলোচনা হয়েছে। বাক্যটি শুদ্ধ করে লেখ।
৫. সংক্ষেপে উত্তর দাও: ৪×৩=১২
(ক) সাবুর হাতের মুঠি বারবার শক্ত হয় কেন?
(খ) সকাল, দুপুর ও সন্ধ্যায় আকাশের রং হুবহু এক রকম থাকে না কেন?
(গ) ফাগুনকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে কেন?
৬. সারমর্ম লেখ: ০৫
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভেও গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।
৭. ধর, তোমার পরিবারের সবাই ওমিক্রনে আক্রান্ত, কেবল তুমি ছাড়া। ডাক্তার ঘরে থেকেই সকলকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন। পরিবারের সদস্য হিসেবে তোমার ১০টি করণীয় বর্ণনা কর।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্নের উত্তর মালা ২০২২
১.
ক. ২. দৃষ্টিতে;
খ. ৪. মরুভূমির উপর চন্দ্রালোক;
গ. ৩. সেবার;
ঘ. ১. না সৃজিলা বিধি কাঁদাতে নরে।;
ঙ. ২. যুঝি;
চ. ৪. অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক;
ছ. ৩. ও;
জ. ১. বিশেষ্য;
ঝ. ২. অপাদান;
**(‘গাছ’ অপাদান কারক, আর পাতা কর্তা কারক।)
ঞ. ২. চলিত।
২.
(ক) হরহামেশা;
(খ) প্রজাপতি;
(গ) ছিটকিনি;
(ঘ) প্রদক্ষিণ;
(ঙ) নাইট্রোজেন;
(চ) অদৃশ্যলোক।
৩.
অভিজ্ঞান, অধ্যবসায়, প্রতীতী,
প্রতিষেধক, উচ্চৈঃস্বরে, মিলিটারি,
অননুমোদিত।
৪.
(ক) কাঁঠাল গাছের ডালে একটি হলদে পাখি এসে বসেছিল। এতে তার ধারণা হয়েছিল যে তার বাবা বিদেশ হতে ফিরে আসবে। এজন্য তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল।
(খ) কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা।
(গ) পাখির বাসা।
(ঘ) চান্দ সওদাগর।
(ঙ) সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
(চ) দিঘির কালো জল।
(ছ) সমধাতুজ কর্ম।
(জ) পুরাঘটিত বর্তমান।
(ঝ) দ্বিরদ (হাতি)।
(ঞ) সভায় অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।
৫.
(ক) পাকিস্তানি মিলিটারির হাতে হাজার হাজার বাঙালি নিহত হওয়ার খবর শুনে সাবুর হাতের মুঠি বারবার শক্ত হতে লাগল।
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে বর্বরোচিত হামলা চালায়। ঢাকা থেকে পঞ্চাশ মাইল দূরে গাবতলি গ্রাম। সেখানে যাতায়াতের সুবিধা নেই। তাই সব খবর অনেক দেরিতে পৌঁছায়। ‘তোলপাড়’ গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা। একদিন সাবু হন্তদন্ত হয়ে মা মা চিৎকার করতে করতে ঘরে ঢুকল। সে শুনেছে ঢাকা শহরে নির্বিচারে মানুষ মারা যাচ্ছে। পাকিস্তানিরা যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। একজন নয়, দুজন নয়, হাজার হাজার মানুষ। এই সংবাদ শুনে সাবুর হাতের মুঠি বারবার শক্ত হয়। মূলত এই আচরণের মধ্য দিয়ে পাকিস্তানিদের প্রতি সাবুর ঘৃণা আর বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে।
(খ) পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডলের কারণে সূর্যের রশ্মি পৃথিবী পৃষ্ঠে পতিত হওয়ার কারণে আকাশের রং সকাল, দুপুর ও সন্ধ্যায় হুবহু এক থাকে না। সূর্য আলোর প্রধান উৎস। সূর্য থেকে যে আলোকরশ্মি আসে তা পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। এই আলোকরশ্মি পৃথিবীর উপর একইভাবে সবসময় পতিত হয় না। দুপুরবেলা এই আলো লম্বভাবে পতিত হয়। কিন্তু সকাল ও সন্ধ্যাবেলায় এই আলো আসে তেরছাভাবে হাওয়ার স্তর পেরিয়ে। এজন্য সকালে ও বিকালের আলোকরশ্মিকে দুপুরের তুলনায় অনেক বেশি হাওয়ার স্তর ও ধূলিকণা ডিঙাতে হয়। সেজন্য আকাশ সচরাচর নীল রঙের হলেও সকালে ও সন্ধ্যায় আকাশের রং হয় লাল।
(গ) ফাগুন মাসের চঞ্চল-দুরন্ত বৈশিষ্ট্যের কারণে এই মাসকে দস্যি মাস বলা হয়েছে।
ফাগুন মাস প্রকৃতির রূপবৈচিত্র্যের মাস। এই মাসে প্রকৃতিতে আসে নবজাগরণ, নবশিহরণ। গাছের নতুন পাতা আর নতুন ফুলে সেজে উঠে প্রকৃতি। পাথর ভেদ করে জেগে উঠে গাছ। আবার এ মাসে শহিদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। ভাষাশহিদেরা যেমন এ মাসে প্রচণ্ড প্রতিবাদী হয়ে উঠেছিল, বাংলার প্রকৃতিও তেমন করে এ মাসে হয়ে উঠে বাধাহীন, দুরন্ত। শক্ত ডাল ভেদ করে জেগে উঠে সবুজ পাতা। বাংলার বনে বনে যেন সবুজের আগুন জ্বলে। এজন্যই ফাগুন মাসকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে।
৬. মানব সভ্যতা বিনির্মাণে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে দেখা হয় না। সুন্দর সমাজ গঠনের জন্য পুরুষের পাশাপাশি নারীকে সমান মর্যাদার আসনে বসাতে হবে।
৭.
(ক) প্রথমত আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব।
(খ) ভবিষ্যতে নিজের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে নিজের ওমিক্রন টেস্ট করাবো এবং ১২ বছর পূর্ণ হলে ফাইজার টিকা গ্রহণ করব।
ঙ) বাসার চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব।
(চ) পরিবারের সদস্যদের জন্য পুষ্টিকর খাবার এবং ভিটামিন সি জাতীয় খাবার পরিবেশনের ব্যবস্থা করব।
(ছ) নিজেকে নিরাপদ ও সুস্থ রাখতে নির্দিষ্ট সময় পর পর সাবান-পানি অথবা হ্যান্ডস্যানিটাইজার দ্বারা জীবাণুমুক্ত রাখতে চেষ্টা করব।
(জ) পরিবারের এবং নিজের প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করে বাইরে যাব।
(ঝ) ওমিক্রন কোনো ছোঁয়াচে রোগ নয়। তাই ভয় না পেয়ে সাধ্যমতো পরিবারের সদস্যদের সেবা-পরিচর্যা করব।
(ঞ) আমার বয়স যেহেতু ১২ বছরের অধিক, তাই আমি প্রতিষেধক হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করব।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৪)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৪)