ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৩ বাংলা প্রশ্ন

Cadet College admission 2023 Bangla question

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন

পূর্ণমান: ৬০

১. সর্বোৎকৃষ্ট উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও: ১×১০=১০

ক) মিনুর সে কী কান্না। মিনুর কান্নার কারণ কী?

i) বাবা বেঁচে না থাকা

ii) রাত্রে কম্প দিয়ে জ্বর আসা

iii) হাত থেকে ঘটি পড়ে যাওয়া

iv) হলদে পাখিকে দেখতে না পাওয়া

খ) ‘পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন’ কোন পাঠের উদ্দেশ্য?

i) মাদার তেরেসা

ii) মিনু

iii) সততার পুরস্কার

iv) তোলপাড়

গ) কুমোরদের প্রাঙ্গণ কেমন ছিল?

i) সবুজ শ্যাওলা ধরা

ii) বনজঙ্গলে আচ্ছন্ন

iii) সবুজ ঘাসে ভরা

iv) কাদামাটি বেষ্টিত

ঘ) হুমায়ুন আজাদ কত বছর বেঁচে ছিলেন?

i) ৫৫

ii) ৫৭

iii) ৫৯

iv) ৬৩

(ঙ) “এসো আমরা সবাই না ঘুমানোর দল” বলে কে আহ্বান করল?

i) উটকো পাহাড়

ii) লাল পাহাড়

iii) জোনাকিরা

iv) দিঘির পানি

(চ) উচ্চারণের একক কোনটি?

i) ধ্বনি

ii) বর্ণ

iii) দল

iv) শব্দ

ছ) স্বরধ্বনির উচ্চারণে পশ্চাৎ গোলাকৃত নিম্নমধ্য স্বরধ্বনি কোনটি?

i) অ

ii) আ

iii) ঙ

iv) ও

জ) নিচের কোন নরবাচকটির দুই ধরনের নারীবাচক শব্দ রয়েছে?

i) নানা

ii) মামা

iii) স্বামী

iv) খালু

ঝ) “সকল (ভালো) ভালো নয়।” নিম্নরেখ শব্দটি কোন পদ?

i) বিশেষ্য

ii) বিশেষণ

iii) যোজক

iv) ক্রিয়া বিশেষণ

ঞ) ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

i) ধ্বনিতত্ত্ব

ii) শব্দতত্ত্ব

iii) বাক্যতত্ত্ব

iv) বাগার্থ

২. শূন্যস্থান পূরণ কর:  ১×৫=৫

ক) শুনেছি ভূতের চোখই — রঙের হয়।

খ) — হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি।

গ) আসলে — মেঘে রয়েছে জলীয়বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানি কণা।

ঘ) প্রমিত ভাষা শেখার বিষয়, অর্জনের বিষয়।

ঙ) যে ভাষিক উপাদানের সাহায্যে বিশেষণ শব্দ তৈরি হয়েছে সেই ভাষিক উপাদানটি বিচ্ছিন্ন করলেই — শব্দ পাওয়া যায়।

৩. সত্য হলে ‘সত্য’ এবং মিথ্যা হলে ‘মিথ্যা’ লেখ: ১×৫=৫

ক) মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠ রোগীদের ( আবাসন- ‘নবজীবন আবাস’ প্রতিষ্ঠা।)

খ) শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের একজন অধ্যাপক ছিলেন।

গ) ‘আসমানি’ শব্দটি একটি ফারসি শব্দ।

ঘ) ১৯৫৫ সালে প্রকাশিত হয় ‘বাংলা শব্দের বানানের নিয়ম’ গ্রন্থটি।

ঙ) অভিধান বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ।

৪. নিচের প্রশ্নগুলোর এককথায় উত্তর দাও:

ক) ‘শিশু ভোলানাথ’ গ্রন্থটির রচয়িতা কে?

খ) ‘ঘোড়াচূড়’ কী?

গ) “যে জিনিবে সুখ লভিবে সে-ই।”  -‘জিনিবে’ অর্থ কী?

ঘ) মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব ফুটে উঠেছে কোন কবিতায়?

ঙ) ‘অধ্যক্ষ’ শব্দটির সঠিক উচ্চারণ লেখ।

চ) একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করতে হয়?

ছ) ভিখারিকে ভিক্ষা দাও- কোন কারকের উদাহরণ?

জ) অভিধানে গৃহীত বর্ণানুক্রম অনুযায়ী ‘ড’ বর্ণের পরে কোন বর্ণ হবে?

ঝ) অর্থ অনুযায়ী ‘মহাযাত্রা’ শব্দটি কী ধরনের শব্দ?

ঞ) ‘ঘাটের মড়া’ বাগধারাটির অর্থ কী?

৫. সংক্ষেপে উত্তর দাও: ৩×৩=৯

ক) “ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে”  -ব্যাখ্যা কর।

খ) লেখক কায়রোকে কেন নিশাচার শহর বলেছেন?

গ) “শিশু হয়ে হাসে চিরশিশু মুজিবর।”  -কবির নাম উল্লেখ করে ‘চিরশিশু মুজিবর’ শব্দটি ব্যাখ্যা কর।

৬. প্রদত্ত ভুল বানানগুলো শুদ্ধ করে লেখ:১×৫=৫

পোষ্ট-মাষ্টার, গিতাঞ্জলী, সায়ত্বশাসন, হিনমন্যতা, নুন্যতম।

৭. ভাব-সম্প্রসারণ কর:   ১০

পুষ্প আপনার জন্য ফোটে না।

৮. সারাংশ লেখ:   ৫

মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতিস্নেহ অনেক সময়ে অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারি আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষিশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না- দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৩ বাংলা প্রশ্নের উত্তর মালা

১.

(ক) (iii) হাত থেকে ঘটি পড়ে যাওয়া;

(খ) (iii) সততার পুরস্কার;

(গ) (i) সবুজ শ্যাওলা ধরা;

(ঘ) (ii) ৫৭;

(ঙ) (iv) দিঘির পানি;

(চ) (ⅰ) ধ্বনি;

(ছ) (i) অ;

(জ) (iii) স্বামী;

(ঝ) (i) বিশেষ্য;

(ঞ) (ii) শব্দতত্ত্ব।

২.

(ক) সবুজ;

(খ) ফসলের;

(গ) সাদা;

(ঘ) উপভাষা;

(ঙ) বিশেষ্য।

৩.

(ক) মিথ্যা;

(খ) সত্য;

(গ) মিথ্যা;

(ঘ) মিথ্যা;

(ঙ) সত্য।

৪.

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর;

(খ) এক ধরনের খোঁপা;

(গ) জয় করবে;

(ঘ) মানুষ জাতি;

(ঙ) ওদ্ ধোক্ খো;

(চ) কোলন (:);

(ছ) কর্মে শূন্য;

(জ) ড়;

(ঝ) যোগরূঢ় শব্দ (অর্থ মৃত্যু);

(ঞ) অতিবৃদ্ধ।

৫.

(ক) বুকের রক্ত দিয়ে আমরা ভাষা-আন্দোলন করেছিলাম বলে ফাগুন মাসে আমাদের হৃদয়ে দুঃখী গোলাপ ফোটে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ফাগুন মাসের ৮ তারিখ ছিল। সেদিন বাংলা ভাষার দাবি আদায়ে বাংলাদেশের প্রদীপ্ত যুবকেরা ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের রক্ত ঝরিয়ে দাবি প্রতিষ্টা করেন। কবির অনুভবে দুঃখী গোলাপ ফোটে।

(খ) লেখকদের বহনকারী মোটরগাড়ি যখন কায়রো শহরে প্রবেশ করে, তখন বাজে রাত এগারোটা। লেখক অবাক হয়ে দেখেন যে, শহরের সবগুলো রেস্তোরাঁর ক্যাফে খোলা এবং সেগুলোতে তখনও খদ্দেরে গিজগিজ করছে। মাঝরাতেও শহরের এমন প্রাণবন্ততা লক্ষ করে লেখক কায়রোকে নিশাচর শহর হিসেবে অভিহিত করেছেন।

(গ) ‘মুজিব’ কবিতায় রোকনুজ্জামান খান মমতামাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন। এই স্বাধীন দেশের তিনি স্থপতি, জাতির পিতা। এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন। তাঁর এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ-বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান। প্রতিটি শিশুর অমলিন হাসিতেও তাঁর অকৃত্রিম উপস্থিতি। যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে।

৬. পোস্ট-মাস্টার, গীতাঞ্জলি, স্বায়ত্তশাসন, হীনম্মন্যতা, ন্যূনতম।

৭. এই বইয়ের ভাব-সম্প্রসারণ অংশ দেখ। (নতুন কারিকুলামের আগের বোর্ড বই- বাংলা ২য় পত্র)

৮. মায়ের স্নেহ অতুলনীয় হলেও অতিরিক্ত স্নেহ কখনো কাম্য নয়। অধিক স্নেহ সন্তানকে পরনির্ভরশীল ও আত্মশক্তিহীন করে গড়ে তোলে। অন্ধ মাতৃস্নেহ তা বুঝতে চায় না বলে সন্তানের দুর্বলতাকে প্রশ্রয় দেয়। এতে সন্তানের মনুষ্যত্বের বিকাশ হয় না।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৪)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top