এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান (যশোর বোর্ড)

Jessore Board 2020 SSC Bangla 2nd paper question & solution

যশোর বোর্ড এসএসসি ২০২০ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি

পূর্ণমান ৩০

সময় : ৩০ মিনিট

১. কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম?

ক) স্বয়ং, খোদ, আপনি

খ) সব, সকল, তাবৎ

গ) যে, যিনি, যারা

ঘ) এরা, ইহারা, ইনি

২. ‘সারারাত বৃষ্টি হয়েছে’- এখানে ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য

খ) কর্তায় শূন্য

গ) অধিকরণে শূন্য

ঘ) অপাদানে শূন্য

৩. সেবার তাকে সুস্থই দেখেছিলাম। – এটি কোন কালের বাক্য?

ক) সাধারণ অতীত

খ) নিত্যবৃত্ত অতীত

গ) ঘটমান অতীত

ঘ) পুরাঘটিত অতীত

৪. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে?

ক) তুমি কি এখন যাবে?

খ) মরলে কি কেউ ফেরে?

গ) জন্মিলে মরিতে হবে

ঘ) আজ গেলেও যা, কাল গেলেও তা

৫. ‘চেষ্টা করো, সবই বুঝতে পারবে।’-কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?

ক) আদেশ

খ) বিধান

গ) অনুরোধ

ঘ) সম্ভাবনা

৬. বাংলা ভাষায় সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?

ক) ১০

খ) ১৫

গ) ২০

ঘ) ২৫

৭. কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে?

ক) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

খ) ছেলেরা ফুটবল খেলছে

ক) রাখাল গরুকে ঘাস খাওয়ায়

ঘ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

৮. ‘কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।’-‘হেতু’ অনুসর্গটি কী অর্থে প্রকাশ করেছে?

ক) ব্যাপার

খ) প্রার্থনা

গ) প্রসঙ্গ

ঘ) নিমিত্ত

৯. উপকারীর উপকার স্বীকার করে যে- এককথায় কী হবে?

ক) কৃতার্থ

খ) কৃতজ্ঞ

গ) কৃতঘ্ন

ঘ) অকৃতজ্ঞ

১০. ‘পালের গোদা’ বাগ্ধারাটির অর্থ কী?

ক) দলপতি

খ) অহিনকুল

গ) শ্রমবিমুখ

ঘ) অতিবৃদ্ধ

১১. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্ণব

খ) বিভব

গ) মেদিনী

ঘ) ফণী

১২. যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থভ বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কী বলে?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

১৩. হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।” পরোক্ষ উক্তিতে হবে-

ক) হামিদ তাদের বলল যে, তারা যেন আগামীকাল আসে

খ) হামিদ বলল যে তোমরা পরদিন এসো

গ) হামিদ তাদের বলল যে তারা যেন পরদিন আসে

ঘ) হামিদ তাদের পরদিন আসতে বলল

১৪. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) এক বলার দ্বিগুণ সময়

খ) এক সেকেন্ড

গ) এক বলতে যে সময় প্রয়োজন

ঘ) থামার প্রয়োজন নেই

১৫. কোন বানানটি সঠিক?

ক) প্রতিষ্টান

খ) অভিসেক

ক) চিকির্যা

ঘ) পুরস্কার

১৬. কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য?

ক) পরিবর্তনশীল

খ) পদবিন্যাস সুনির্দিষ্ট

গ) তদ্ভব শব্দবহুল

ঘ) বক্তৃতার জন্য বেশি উপযোগী

১৭. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

ক) উপসর্গ

খ) ক্রিয়া প্রকৃতি

গ) প্রাতিপদিক

ঘ) সমাস

১৮. কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণ স্থান অগ্রতালু?

ক) ক খ গ ঘ

খ) চ ছ জ ঝ

গ) ট ঠ ড ঢ

ঘ) ত থ দ ধ

১৯. নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ?

ক) জন্ম > জন্ম

খ) পাকা > পাক্কা

গ) চারি > চাইর

ঘ) শুনিয়া > শুনে

২০. কোন শব্দে স্বভাবতই ‘ণ’ (মূর্ধন্য) এর ব্যবহার হয়েছে?

ক) ব‍্যাকরণ

খ) কৃপণ

গ) বাণিজ্য

ঘ) লক্ষণ

২১. ত্ ও দৃ এর পরে হ থাকলে ত্ ও দৃ এর স্থলে দৃ এবং হ এর স্থলে ধ হয়। এ নিয়মের উদাহরণ নিচের কোনটি?

ক) তন্মধ্যে

খ) উচ্ছেদ

গ) উড্ডীন

ঘ) পদ্ধতি

২২. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?

ক) সৎমা

খ) অসূর্যস্পশ্যা

গ) গদাই

ঘ) ঘোষজা

২৩. ‘পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’-এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি বোঝাতে কী ব্যবহৃত হয়েছে?

ক) ভাবের গভীরতা

খ) পৌনঃপুনিকতা

গ) অনুভূতি বা ভাব

ঘ) বিশেষণ

২৪. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলি?

ক) গণ, বৃন্দ

খ) রা, গুলি

গ) কুল, সব

ঘ) পাল, যূথ

২৫. ‘ভ্রমরকৃষ্ণকেশ শব্দটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী

খ) উপমান

গ) উপমিত

ঘ) রূপক

২৬. ‘অনুজ’ শব্দের ‘অনু’ উপসর্গটি কোন ভাষার?

ক) সংস্কৃত

খ) ফারসি

গ) বাংলা

ঘ) হিন্দি

২৭. কোনটি অজ্ঞাতমূল ধাতুর উদাহরণ?

ক) হের

খ) হস্

গ) শ্রু

ঘ) দৃশ্

২৮. ‘মাতা’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) মা + তা

খ) মা + তৃচ্

গ) মা + তৃ

ঘ) মা+ত্রী

২৯. ‘সাহিত্যিক’ শব্দে ষ্ণিক (ইক) প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বিষয়ক

খ) ভাবার্থে

গ) দক্ষ বা বেত্তা

ঘ) অপত্য

৩০. সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে কী বলে?

ক) যৌগিক শব্দ

খ) রূঢ়ি শব্দ

গ) মৌলিক শব্দ

ঘ) যোগরূঢ় শব্দ

যশোর বোর্ড ২০২০ এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্নের উত্তর মালা

১. খ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ক,

১১. ক, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ,

২১. ঘ, ২২. খ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. খ, ২৬. ক, ২৭. ক, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ,

এসএসসি যশোর বোর্ড ২০২০ বাংলা ২য় পত্র রচনামূলক প্রশ্ন

পূর্ণমান : ৭০
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: ১০

(ক) অতিথি পাখি;

(খ) একুশে বইমেলা।

২. (ক) মনে করো, তুমি রবি/রোজি। তুমি বরিশালের বাহের চর গ্রামের একজন বাসিন্দা। তোমার গ্রামকে নিরক্ষরমুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে ঢাকার বন্ধু সুমন/সুমনার কাছে একটি পত্র লেখো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি রতন/রত্না। তুমি যশোর জেলা স্কুল এর দশম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

৩. সারাংশ লেখো: ১০

(ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্বে, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্যে, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক। এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এই।

অথবা, সারমর্ম লেখো:

(খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার, আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধকজনে বিস্তারিতে তার মতো কে জানে? বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর? নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

8. যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো: ১০

(ক) যে জাতি জীবনহারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

(খ) স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে? পশু সেইজন।

৫. (ক) মনে করো, তুমি রাশেদ/রাশিদা। তুমি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এর একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। ১০

অথবা, (খ) মনে করো, তুমি নাজিম/নাজমা। তুমি একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়’ শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

(ক) শ্রমের মর্যাদা;

(খ) কৃষিকাজে বিজ্ঞান;

(গ) বিশ্বক্রিকেটে বাংলাদেশ।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৪)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন দেখতে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top