Alim 2026 Bangla 1st & 2nd Paper Syllabus & Manbonton
০১◼️বাংলা উচ্চারণের নিয়ম: ০৫
✔বাংলা উচ্চারণের নিয়ম লিখতে হবে ৫টি।
✔অথবা, ৮টি শব্দ দেয়া থাকবে সেখান থেকে ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে।
০২◼️বাংলা বানানের নিয়ম: ০৫
✔বাংলা বানানের নিয়ম লিখতে হবে ৫টি।
✔অথবা, ৮টি অশুদ্ধ বানান দেয়া থাকবে সেখান থেকে ৫টি শুদ্ধ বানান লিখতে হবে।
০৩◼️বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি: ০৫
✔আট প্রকার শব্দশ্রেণি/পদ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
✔অথবা, ৮টি বাক্য থেকে ৫টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয় করতে হবে।
০৪◼️বাংলা শব্দ গঠন: উপসর্গ, সমাস ও প্রত্যয়: ০৫
✔উপসর্গ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে।
✔অথবা, সমাস/প্রত্যয় থেকে ৮টি শব্দ দেয়া থাকবে, সেখান থেকে ৫টি শব্দের ব্যাসবাক্যসহ সমাস/প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে।
০৫◼️বাক্যতত্ত্ব: ০৫
✔বাক্যের গুণ/বৈশিষ্ট্য, গঠনগতভাবে বাক্য এবং অর্থগতভাবে বাক্য থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
✔অথবা, ৮টি বাক্য দেয়া থাকবে সেখান থেকে ৫টি বাক্যের রূপান্তর করতে হবে।
০৬◼️বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ: ০৫
✔৮টি অশুদ্ধ বাক্য দেয়া থাকবে সেখান থেকে ৫টি বাক্যের শুদ্ধরূপ লিখতে হবে।
✔অথবা, অনুচ্ছেদ থেকে অপপ্রয়োগ শুদ্ধ করতে হবে।
◼️নির্মিতি: ৭০◼️
০৭◼️পারিভাষিক রূপ ও অনুবাদ: ১০
✔পারিভাষিক শব্দ থেকে ১টি ও অনুবাদ থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
০৮◼️দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা: ১০
✔দিনলিপি লিখন থেকে ১টি ও প্রতিবেদন রচনা থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
০৯◼️বৈদ্যুতিন চিঠি ও আবেদন পত্র: ১০
✔বৈদ্যুতিন চিঠি থেকে ১টি ও আবেদন পত্র থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১০◼️সারাংশ ও ভাবসম্প্রসারণ: ১০
✔সারাংশ থেকে ১টি ও ভাবসম্প্রসারণ থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১১◼️সংলাপ ও ক্ষুদে গল্প: ১০
✔সংলাপ থেকে ১টি ও খুদে গল্প রচনা থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১২◼️প্রবন্ধ-নিবন্ধ রচনা: ২০
✔৫টি বিকল্প থাকবে। ১টি রচনা লিখতে হবে।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
- এইচএসসি ব্যাকরণ অংশের টোপিকভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-২০২৫)
- এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- আলিম বাংলা ২য় বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৫)
- এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)
- মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)



