আলিম বাংলা সিলেবাস ও মানবণ্টন ২০২৬

Alim 2026 Bangla 1st & 2nd Paper Syllabus & Manbonton

আলিম বাংলা সিলেবাস: এখান থেকে আলিম ২০২৬ পরীক্ষার্থীরা বাংলা ১ম ও ২য় পত্র সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে।

আসসালামু আলাইকুম!৷
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৬ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এনসিটিবি কর্তৃক আলিম বাংলা সিলেবাস ২০২৬ প্রকাশ করা হয়েছে। এবার আর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না, পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে। তাই দেরি না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। এখানে তোমাদের সুবিধার্থে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস ও মানবণ্টন দেয়া হলো।

আলিম ২০২৬ বাংলা ১ম পত্র ও ২য় পত্র সিলেবাস ও মানবণ্টন

চলো, এবার দেখে নেই আলিম ২০২৬ বাংলা ১ম পত্র সিলেবাস। তোমাদের বাংলা ১ম পত্র পাঠ্যবইয়ে ২৮টি গদ্য ও ২৮টি পদ্য রয়েছে। এর মধ্যে ১২টি গদ্য ও ১২টি পদ্য তোমাদের ২০২৪/২৫ শিক্ষাবর্ষ, ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলিম বাংলা সিলেবাস ২০২৬

আলিম বাংলা ১ম পত্র সিলেবাস

আলিম ২০২৬ বাংলা ১ম পত্র সিলেবাস

গদ্য:

ক) সাহিত্যপাঠ

ক্রম =>শিরোনাম =>লেখক

১. বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন =>বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২. কারবালা-প্রান্তর = মীর মোশাররফ হোসেন

৩. অপরিচিতা =>রবীন্দ্রনাথ ঠাকুর

8. বিলাসী =>শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫. অর্ধাঙ্গী =>রোকেয়া সাখাওয়াত হোসেন

৬. যৌবনের গান =>কাজী নজরুল ইসলাম.।..

৭. জীবন ও বৃক্ষ =>মোতাহের হোসেন চৌধুরী

৮. গন্তব্য কাবুল =>সৈয়দ মুজতবা আলী

৯. মাসি-পিসি =>মানিক বন্দ্যোপাধ্যায়

১০. কপিলদাস মুর্মুর শেষ কাজ =>শওকত আলী

১১. রেইনকোট =>আখতারুজ্জামান ইলিয়াস

১২. নেকলেস =>গী দ্য মোপাসা

আলিম বাংলা সিলেবাস ও মানবণ্টন ২০২৬

আলিম বাংলা ১ম পত্র: গদ্য

কবিতা

ক্রম. শিরোনাম =>কবি

১. ঋতু-বর্ণন =>আলাওল

২. বিভীষণের প্রতি মেঘনাদ =>মাইকেল মধুসূদন দত্ত

৩. সুখ => কায়কোবাদ

৪. সোনার তরী =>রবীন্দ্রনাথ ঠাকুর

৫. বিদ্রোহী =>কাজী নজরুল ইসলাম

৬. সুচেতনা =>জীবনানন্দ দাশ

৭. প্রতিদান =>জসীমউদ্‌দীন

৮. তাহারেই পড়ে মনে =>সুফিয়া কামাল

৯. পদ্মা =>ফররুখ আহমদ

১০. ফেব্রুয়ারি ১৯৬৯ =>শামসুর রাহমান

১১. আঠার বছর বয়স =>সুকান্ত ভট্টাচার্য

১২. প্রত্যাবর্তনের লজ্জা =>আল মাহমুদ

আলিম বাংলা সিলেবাস ও মানবণ্টন ২০২৬

আলিম বাংলা ১ম পত্র: পদ্য

২০২৬ আলিম বাংলা ১ম পত্র মানবণ্টন

বিষয়: বাংলা ১ম পত্র
পূর্ণমান: ১০০

✔✔সৃজনশীল প্রশ্নের জন্য ৭০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।

✔✔প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।

◼️সৃজনশীল প্রশ্ন◼️

✔১১টি প্রশ্ন থাকবে।

✔(গদ্য অংশ থেকে ৬টি এবং কবিতা অংশ থেকে ৫টি)

✔গদ্য অংশ থেকে ৪টি, কবিতা অংশ থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।

◼️বহুনির্বাচনি প্রশ্ন◼️

✔৩০টি প্রশ্ন থাকবে।

(গদ্যাংশ থেকে ১৫টি এবং কবিতাংশ থেকে ১৫টি প্রশ্ন থাকবে)

✔সকল প্রশ্নের উত্তর দিতে হবে।

উল্লেখ্য, আলিম পরীক্ষার্থীদের সহপাঠ অংশের ঝামেলা নেই। শুধু গদ্য ও পদ্য থেকেই প্রশ্ন করা হয়।

এইচএসসি বাংলা সিলেবাস ও মানবণ্টন ২০২৬ দেখতে ক্লিক করো:

আলিম ২০২৬ বাংলা ২য় পত্র সিলেবাস ও মানবণ্টন

বাংলা ২য় পত্র:
পূর্ণমান: ১০০

◼️ব্যাকরণ: ৩০◼️

০১◼️বাংলা উচ্চারণের নিয়ম: ০৫

বাংলা উচ্চারণের নিয়ম লিখতে হবে ৫টি।
✔অথবা, ৮টি শব্দ দেয়া থাকবে সেখান থেকে ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে।

০২◼️বাংলা বানানের নিয়ম: ০৫

বাংলা বানানের নিয়ম লিখতে হবে ৫টি।
✔অথবা, ৮টি অশুদ্ধ বানান দেয়া থাকবে সেখান থেকে ৫টি শুদ্ধ বানান লিখতে হবে।

০৩◼️বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি: ০৫

আট প্রকার শব্দশ্রেণি/পদ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
✔অথবা, ৮টি বাক্য থেকে ৫টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয় করতে হবে।

০৪◼️বাংলা শব্দ গঠন: উপসর্গ, সমাস ও প্রত্যয়: ০৫

উপসর্গ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে।
✔অথবা, সমাস/প্রত্যয় থেকে ৮টি শব্দ দেয়া থাকবে, সেখান থেকে ৫টি শব্দের ব্যাসবাক্যসহ সমাস/প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে।

০৫◼️বাক্যতত্ত্ব: ০৫

বাক্যের গুণ/বৈশিষ্ট্য, গঠনগতভাবে বাক্য এবং অর্থগতভাবে বাক্য থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।

✔অথবা, ৮টি বাক্য দেয়া থাকবে সেখান থেকে ৫টি বাক্যের রূপান্তর করতে হবে।

০৬◼️বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ: ০৫

✔৮টি অশুদ্ধ বাক্য দেয়া থাকবে সেখান থেকে ৫টি বাক্যের শুদ্ধরূপ লিখতে হবে।

✔অথবা, অনুচ্ছেদ থেকে অপপ্রয়োগ শুদ্ধ করতে হবে।

◼️নির্মিতি: ৭০◼️

০৭◼️পারিভাষিক রূপ ও অনুবাদ: ১০

পারিভাষিক শব্দ থেকে ১টি ও অনুবাদ থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।

০৮◼️দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা: ১০

✔দিনলিপি লিখন থেকে ১টি ও প্রতিবেদন রচনা থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।

০৯◼️বৈদ্যুতিন চিঠি ও আবেদন পত্র: ১০

✔বৈদ্যুতিন চিঠি থেকে ১টি ও আবেদন পত্র থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১০◼️সারাংশ ও ভাবসম্প্রসারণ: ১০

✔সারাংশ থেকে ১টি ও ভাবসম্প্রসারণ থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১১◼️সংলাপ ও ক্ষুদে গল্প: ১০

✔সংলাপ থেকে ১টি ও খুদে গল্প রচনা থেকে ১টি মোট ২টি প্রশ্ন থাকবে। ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১২◼️প্রবন্ধ-নিবন্ধ রচনা: ২০

✔৫টি বিকল্প থাকবে। ১টি রচনা লিখতে হবে।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top